গত সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছে জওয়ান। আর মুক্তি পাওয়ার পর থেকেই একটার পর একটা রেকর্ড ভেঙেছে এবং গড়েছে শাহরুখ খান অভিনীত এই ছবি। সব থেকে বেশি আয় করা হিন্দি ছবির তকমা অর্জন করেছেন জওয়ান। এবার অ্যাটলি পরিচালিত এই ছবিটির মুকুটে নতুন পালক লাগল। নেটফ্লিক্সে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এটি। আর সেখানেই সব থেকে বেশি বার দেখা ছবির খেতাব পেল এটি। গত ২ নভেম্বর কিং খানে র জন্মদিনের দিনই এটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।
নতুন রেকর্ড জওয়ানের
জওয়ান ছবিটি মোট তিনটি ভাষায় মুক্তি পেয়েছিল। হিন্দি, তামিল, তেলুগু ভাষায় মুক্তি পায় শাহরুখ অভিনীত ছবি। বর্তমানে সব কটা ভাষা মিলিয়ে এটি নেটফ্লিক্সে সব থেকে বেশি বার দেখা ছবির খেতাব জিতেছে তাও সেখানে মুক্তির দুই সপ্তাহের মধ্যেই।
আরও পড়ুন: ‘ওরা ইসলাম ধর্মের বলেই…’ মুসলিম বলেই ভারতের পরাজয়ে খুশি বাংলাদেশিরা? বিস্ফোরক দাবি তসলিমার
আরও পড়ুন: ২৫০ কোটি থেকে সামান্যই দূরে, দশম দিনে বক্স অফিসে কত আয় করল সলমনের টাইগার ৩?
এই সাফল্যের পর কিং খান জানিয়েছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি জওয়ান বর্তমানে নেটফ্লিক্সে ভারতের সব থেকে বেশি বার দেখা ছবি। ভক্তদের ভালোবাসার কথা মাথায় রেখেই আমরা এখানে এই ছবির এক্সটেন্ডেড ভার্সন মুক্তি দিয়েছিলাম। দারুণ সাড়া পেয়েছি আমরা দর্শকদের থেকে। জওয়ান কেবল একটি ছবি নয়, এটা গল্প বলার উদযাপন, প্যাশনের উদযাপন। এমনকি আমাদের বর্ণময় সিনেমা জগতের উদযাপন। নেটফ্লিক্সে এই ছবির সাফল্য পাওয়ায় আমি দারুণ গর্বিত।’
জওয়ান প্রসঙ্গে
জওয়ান ছবিটির পরিচালনা করেছেন অ্যাটলি। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় মুক্তি পেয়েছিল এটি। গত ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় আসে জওয়ান। এখানে শাহরুখ ছাড়াও আছেন নয়নতারা, বিজয় সেতুপতি। এছাড়া দীপিকা পাড়ুকোনকে ক্যামিও চরিত্রে দেখা যাবে।
শাহরুখের নতুন ছবি
আগামীতে শাহরুখ খানকে ডঙ্কি ছবিতে দেখা যাবে। এটি ২১ ডিসেম্বর মুক্তি পাবে। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে কিং খানের বিরুদ্ধে আছেন তাপসী পান্নু। অন্যদিকে সুজয় ঘোষের নতুন অ্যাকশন ছবিতে মেয়ে সুহানার সঙ্গে থাকবেন কিং খানও। সদ্যই প্রকাশ্যে এসেছে সেই ছবির নাম, কিং।