সদ্য শেষ হওয়া ওডিআই বিশ্বকাপে অত্যন্ত খারাপ পারফরম্যান্স করেছে পাকিস্তান দল। গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হয়েছে বাবর আজমদের।নটি ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জয় পেয়েছে পাক দল। দেশে ফেরার পরেই এরপর একেবারে খোলনলচে বদলে ফেলা হয়েছে দলের অধিনায়ক, কোচিং স্টাফ,প্রধান নির্বাচক সহ নানা বিষয়ে। পিসিবির লক্ষ্য সামনের আইসিসি ইভেন্টের আগে দলকে শক্তিশালী করে তোলা। আর সেই কারণেই সবক্ষেত্রেই কার্যত পরিবর্তন করা হয়েছে। পাকিস্তানের পরবর্তী চ্যালেঞ্জ আসন্ন অস্ট্রেলিয়া সফর। আর সেই সফরের আগেই নাম প্রত্যাহার করেছেন দলের প্রিমিয়র পেসার হ্যারিস রউফ। বিষয়টি নিয়ে একেবারেই খুশি নন পাকিস্তানের নয়া নির্বাচক প্রধান ওয়াহাব রিয়াজ। তাঁর মতে একেবারে শেষ সময়ে নেওয়া এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান দল।
প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়ে রিয়াজ এই অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করলেন ১৮ সদস্যের। আর তারপরেই তাঁর সরাসরি অভিযোগ হ্যারিস রউফ কথা দিয়ে ও কথা রাখেননি।একেবারে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করেছেন দল থেকে।যদিও হ্যারিস রউফের কাছের এক সূত্র মারফত খবর যে তিনি কাউকে এমন কোন প্রতিশ্রুতিই দেননি। বিষয়টি নিয়ে বলতে গিয়ে রিয়াজ বলেন ‘ আমরা হ্যারিস রউফের সঙ্গে কথা বলেছি। দুদিন আগেও যখন কথা হয় তখন পাকিস্তানের হয়ে টেস্টে খেলার সম্মতি জানিয়েছিল সে। কিন্তু গতরাতে হ্যারিস ওঁর সিদ্ধান্ত পরিবর্তন করেছে। আসন্ন টেস্ট সিরিজে ও খেলবে না জানিয়ে দিয়েছে। আমরা হ্যারিসের সঙ্গে কথা বলি । ও শরীর এবং ফিটনেস নিয়ে চিন্তিত ছিল। ওঁর ওয়ার্কলোড নিয়ে ও চিন্তিত ছিল। আমি এবং মহম্মদ হাফিজ ওঁর সঙ্গে বসেছিলাম।যতরকমভাবে সম্ভব আমি ওকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা এমন কথা বলেছিলাম যে তুমি যদি অস্ট্রেলিয়া সফরে ভালো পারফরম্যান্স না করতে পার আমরা সেটা মেনে নেব।’
ওয়াহাব রিয়াজ আরো যোগ করেন ‘ আমাদের ফিজিও ওর সঙ্গে কথা বলেছে। ওঁকে আশ্বস্ত করে কোনরকম কোন চোটের বিষয়ে ওকে ভাবতে হবে না। হ্যা এটা ঠিক ক্লান্তি থাকবেই।তবে আমি নিশ্চিত এটা আমরা ঠিকভাবে সমাধান করতে পারতাম। কিন্তু এতকিছুর পরেও শেষ পর্যন্ত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। আমি মনে করি এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের ক্ষতি করবে। ‘ রিয়াজ জানিয়েছেন ‘ আমি অধিনায়ক এবং কোচের সঙ্গেও কথা বলেছি বিষয়টা নিয়ে। সবাই এটা মানে যে দলের একজন ইমপ্যাক্ট ক্রিকেটার হ্যারিস রউফ। আমরা ওঁর থেকে দিনে ১০-১২ ওভারের বেশি আশাও করছি না। তবে এখানে গুরুত্বপূর্ণ হল হ্যারিসের সিরিজ খেলাটা। কারণ এই মুহূর্তে ১৪০ কিমি গতিবেগে বল করতে পারা আমাদের তিন পেসার এই মুহূর্তে চোটের কবলে রয়েছে।ফলে হ্যারিস রউফকে আরো বেশি প্রয়োজন ছিল। একটা সময়ে দেশের হয়ে খেলতে আত্মত্যাগ করতেই হবে।’ তবে এতসব কথার পরও কোনও কাজ হয়নি। অজি সফরে যাচ্ছেন না রউফ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি – এর জন্য চোখুন HT Bangla – তে