Mithun Chakraborty: ‘মা যোগিতা ১০০-র বেশি সিনেমা করেছে, লোক শুধু বাবার কথা বলে’, মিঠুন-পুত্র নমশি

Advertisement

মিঠুন চক্রবর্তী আর যোগিতা বালির সন্তান নমশি চক্রবর্তী। চলতি বছরের শুরুতে, ব্যাড বয় দিয়ে অভিনয়ে ডেবিউ করেছেন সম্প্রতিি। ১৯৭৯ সালে বিয়ে করেছিলেন যোগিতা বালি আর মিঠুন। তাঁদের তিন সন্তান হলেন মহাক্ষয়, উশমি আর নমশি। মহাক্ষয় কাজ করেছেন গ্ল্যামার ওয়ার্ল্ডে, যদিও লোক তাঁকে মিমো নামেই বেশি চেনে। মিঠুন ও যোগিতা একটি কন্যা সন্তানও দত্তক নেন, যার নাম দিশানি। 

আজতকের সঙ্গে একটি সাক্ষাৎকারে নমশিকে মায়ের সঙ্গে কেমন সম্পর্ক তা শেয়ার করে নিতে দেখা যায়। বলেন, লোকে তাঁকে বাবার পরিচয়েই বেশি চেনে। কিন্তু মা যোগিতার ব্যাপারে খুব কম লোকই কথা বলেন। সঙ্গে মিঠুনের ছোট ছেলে জানান, তাঁদের গোটা পরিবারকে একত্রে রাখেন তাঁর মা-ই। 

‘বেশিরভাগ লোকেরাই আমাকে আমার বাবার সঙ্গে যুক্ত করে, কেউ কখনও আমার মায়ের কথা উল্লেখ করে না। তিনি কিন্তু তার যুগে একজন দুর্দান্ত অভিনেতা ছিলেন। লোকেরা বাবার দিকেই বেশি মনোনিবেশ করে। আমার মায়ের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। সে-ই পরিবারকে একসঙ্গে বেঁধে রাখে’, বলেন নমশি। 

‘৭০ আর আশির দশকের মাঝামাঝি মা ১০০-রও বেশি ছবিতে কাজ করেছেন। এমন অনেক সিনেমা আছে যা মা চাইত না আমরা দেখি। লজ্জা পেত। তবে মায়ের যে দুটো কাজ আমার সবচেয়ে ভালো লাগে তা হল অজনবি আর বেশক। তবে মা-কে আমার বাবার সঙ্গে দেখতেই বেশি ভালো লাগে। অন্য হিরোর সঙ্গে মা-কে দেখলে কষ্ট পেতাম। বাবাকে সারাজীবন কাজ করতে দেখেছি, কিন্তু মা-কে অনস্ক্রিনে দেখতে আজব লাগে।’, আরও বলেন নমশি। 

এর আগে একটি সাক্ষাত্কারে, মিঠুন চক্রবর্তীর বড় ছেলে, মহাক্ষয় চক্রবর্তী তাঁর মা এবং প্রাক্তন অভিনেত্রী, যোগিতা বালি সম্পর্কে মুখ খুলেছিলেন। তাঁর সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেতা উল্লেখ করেছেন যে, যোগিতা একজন সম্পূর্ণ পারিবারিক মহিলা এবং তিনি বাড়ির লোকের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। মহাক্ষয় যোগিতার অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও কথা বলেন। তিনি জানান, যোগিতা একটি পরিবার তৈরি করতে চেয়েছিলেন, তাই তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছিলেন। 

যোগিতা বালি তাঁর প্রজন্মের অন্যতম প্রতিভাবান এবং সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তিনি ১৯৭০ এবং ১৯৮০-এর দশকের শেষদিকে সক্রিয়ভাবে কাজ করেন বলিউডে। ১৯৭১ সালে পরওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়ে আত্মপ্রকাশ। পরে তিনি নাগিন, খোয়াব, ঝিল কে উস পার, বেশাক, আখরি বদলা এবং কিছু ব্লকবাস্টার চলচ্চিত্রে কাজ করেন।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।