International Emmy Awards 2023: Vir Das Wins International Emmy Awards For Best Comedy

Advertisement


মুম্বই: কমেডির জন্য আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস জিতলেন বীর দাস (International Emmy Awards 2023)। নেটফ্লিক্স কমেডি শো স্ট্যান্ডআপ স্পেশাল ‘বীর দাস: ল্যান্ডিং ‘ জিতল সেরার শিরোপা। বিশ্ব দরবারে ভারতের সম্মান আরও বাড়িয়ে দিলেন তিনি। 

আরও পড়ুন, টিমইন্ডিয়াকে নিয়ে সোশ্যাল পোস্ট অমিতাভ-র, মন খুললেন বিগ বি

অপরদিকে, এমি অ্যাওয়ার্ডস হাতছাড়া হল বলিউড অভিনেত্রী শেফালি শাহর। নেটফ্লিক্সে দিল্লি ক্রাইম-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন শেফালি। তবে এবার হার মানলেন মেক্সিকান অভিনেত্রী কার্লা সুজার কাছে। দ্য ডাইভ ছবিতে অভিনয়ের জন্য অভিনেত্রী কার্লা সুজাকে পুরষ্কার দেওয়া হয়। এই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন দ্য ড্রিমার বিকিং কারেন ব্লিক্সেন এবং কনি নিলসেন। পাশাপাশি এমি অ্যাওয়ার্ডস হাতছাড়া হল জিম সর্ভের হাত থেকেও।

বিস্তারিত আসছে…

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।