IndiGo: নেমে আসুন, বিকল্প বিমান আছে! যাত্রীদের সঙ্গে ‘চালাকি’ করল ইন্ডিগো, রাতভর অপেক্ষা!

Advertisement

অন্তত ৬জন যাত্রীর সঙ্গে অদ্ভূত চালাকি করার অভিযোগ উঠেছে ইন্ডিগো বিমান সংস্থার বিরুদ্ধে। চেন্নাইতে যাওয়ার কথা ছিল বিমানের। সেই মতো বেঙ্গালুরুতে তাঁরা বিমানে ছিলেন। এদিকে সেই বিমানে মাত্র ৬জন ছিলেন। কিন্তু ৬জনকে নিয়ে হয়তো বিমান ছাড়ার ইচ্ছা ছিল না বিমান সংস্থার। এরপর আচমকা চালাকি করে বিমান সংস্থা। এনিয়ে চরম বিরক্ত বিমান যাত্রীরা। তাদের হয়রানি হয়েছে বলে বিমান যাত্রীদের দাবি। 

আসলে ইন্ডিগোর ওই ফ্লাইট( 6E478) বিমানটি অমৃতসর থেকে এসেছিল। এরপর রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ সেটা ছিল বেঙ্গালুরুর এয়ারপোর্টে। সেটা চেন্নাইয়ের দিকে উড়ে যাওয়ার কথা ছিল। আচমকা একটি ফোন আসে এক যাত্রীর কাছে। বলা হয় ওই বিমান থেকে নেমে আসুন। আপনাদের বিকল্প বিমানের ব্যবস্থা করা হচ্ছে। এরপর সব যাত্রীর কাছেই ফোন আসে। সেই মতো তারা নেমে আসেন। কিন্তু তারপরেই আসল খেলা। অত রাতে তাদের জন্য় বিকল্প বিমানের ব্যবস্থা করা যায়নি। 

এক যাত্রী জানিয়েছেন, এক স্টাফ ফোন করে জানিয়েছিলেন তিনি আমার বোর্ডিং পাস নিয়ে বিমানবন্দরেই রয়েছেন। বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। সেটাই চেন্নাই যাবে। কিন্তু যাত্রীদের অভিযোগ তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাদের জন্য কোনও বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়নি। আসলে ৬জনকে নিয়ে উড়তে চায়নি বিমান। সেকারণেই এই বিশেষ কৌশল। খবর টাইমস অফ ইন্ডিয়া সূত্রে। 

এদিকে বিমানবন্দর থেকে প্রায় ১৩ কিমি দূরে একটা হোটেলে দুজনকে রাখা হয়। অন্য়রা বিমানবন্দরেই ছিলেন। তবে এই ঘটনায়  অত্যন্ত ক্ষুব্ধ বিমানযাত্রীরা। তাদের দাবি বিমান সংস্থা তাদের সঙ্গে প্রতারণা করেছে। তবে বিমান সংস্থা পরের দিনই সকালে তাদের জন্য় বিমানের ব্য়বস্থা করে। কিন্তু এভাবে মিথ্য়ে কথা বলে বিমান থেকে নামিয়ে আনা কতটা যুক্তিযুক্ত হয়েছিল তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। কারণ ওই রাতের মতো তাঁরা আর গন্তব্যে যেতে পারেননি। পরের দিন সকালে তাদের যেতে হয়।   

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।