India vs Qatar LIVE: শেষ ১০ মিনিটই অনুপ্রেরণা, দ্বিতীয়ার্ধে গোল পাবে ভারত?

Advertisement

India vs Qatar Live Score: কুয়েত জয় হয়েছে। তারপর আজ ২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের সবথেকে কঠিন ম্যাচে নামল ভারত। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ভারতের প্রতিপক্ষ। যে দেশ ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতের থেকে ৪১ ধাপ এগিয়ে আছে। তা সত্ত্বেও ঘরের মাঠে পয়েন্ট কাড়তে মরিয়া টিম ইন্ডিয়া। সেই স্বপ্ন কি পূরণ হবে? তা জানতে ভারত বনাম কাতার ম্যাচের লাইভ স্কোর, টাটকা আপডেট দেখুন ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র ব্লগে।

21 Nov 2023, 08:05:42 PM IST

India vs Qatar LIVE: শেষ ১০ মিনিটই অনুপ্রেরণা, দ্বিতীয়ার্ধে গোল পাবে ভারত?

ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শুরু দ্বিতীয়ার্ধের খেলা। আপাতত ১-০ গোলে এগিয়ে আছে কাতার। তবে প্রথমার্ধের শেষ ১০ মিনিট যেমন খেলেছে ভারত, সেই ছন্দ দ্বিতীয়ার্ধে ধরে রাখতে পারলে গোল আসবে।

21 Nov 2023, 08:02:28 PM IST

India vs Qatar LIVE: ফ্লপ অমরিন্দর!

অমরিন্দর সিংকে নামানোর যে সিদ্ধান্ত নেন ইগর স্টিম্যাচ, সেটা আপাতত পুরোপুরি ব্যর্থ হয়েছে। অত্যন্ত তিনবার কাতারকে থালায় সাজিয়ে বল উপহার দিয়েছেন। স্টিম্যাচ সম্ভবত ডিফেন্স থেকে খেলা তৈরির জন্য অমরিন্দরকে নামিয়েছেন। কিন্তু প্রায় পুরো ডুবিয়েছেন। শুধু দুটি ক্ষেত্রে ভালো করেছেন।

21 Nov 2023, 07:59:26 PM IST

India vs Qatar LIVE: শেষ ১০ মিনিটে কাতারকে কাঁদিয়ে ছাড়ল ভারত, গোলশোধ হবে?

শেষ ১০ মিনিট কাতারকে কাঁদিয়ে ছাড়ল ভারত। ছাংতে, থাপাদের গতিতে হাহাকার পড়ে যায় কাতারের ডিফেন্সে। দ্বিতীয়ার্ধে সেই সুযোগটাই নিতে হবে ভারতকে। নিশ্চয়ই নাওরেম মহেশকে নামাবেন ইগর স্টিম্যাচ। গতিতে উঠে গেলেই কাতার চাপে পড়ে যাচ্ছে।

21 Nov 2023, 07:51:10 PM IST

India vs Qatar LIVE: ছাংতেদের গতিতে হাওয়া টাইট কাতারের! সুবর্ণ সুযোগ মিস থাপার

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হাফ-টাইম। শুরুটা একেবারে ভালো না হলেও শেষটা দুর্দান্ত করল ভারত। শেষের ১০ মিনিটে গতিতে কাতারের ডিফেন্সকে ব্যতিব্যস্ত করে তুলল। দুটো সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়। শেষপর্যন্ত ১-০ গোলে পিছিয়ে বিরতিতে গেল ভারত।

21 Nov 2023, 07:49:26 PM IST

India vs Qatar LIVE: বিশাল বড় মিস থাপার! প্রায় গোল হয়ে যাচ্ছিল

৪২ মিনিট: কী সুযোগ মিস অনিরুদ্ধ থাপার! হায়রে। আরও ভালো করা উচিত ছিল থাপার। শুধু ভালো করলেই নিশ্চিত গোল ছিল। লাগাতার যে চাপ বাড়াচ্ছিল ভারত, সেটার ফায়দা মিলল। কাতারের গোলকিপার এবং ডিফেন্সের উপর চাপ তৈরি সুনীল ছেত্রীর। বক্সের কিছুটা আগে বল ছিনিয়ে নেন ছেত্রী। সামনে অনিরুদ্ধ থাপাকে পাস। বক্সের ঠিক মাথা থেকে শট নেওয়ার চেষ্টা। কিন্তু ঠিকমতো হল না শট। কী সুবর্ণ সুযোগ হাতছাড়া।

21 Nov 2023, 07:46:52 PM IST

India vs Qatar LIVE: ছাংতের গতিতে কেঁপে গেল কাতার, হাতছাড়া সুবর্ণ সুযোগ

৩৯ মিনিট: দুর্দান্ত সুযোগ ভারতের। গতিতে কাতার ডিফেন্সকে ছারখার করে দিলেন ছাংতে। গতিতে পেদ্রোকে ছিটকে বেরিয়ে গেলেন। কাতারের বক্সের মধ্যে বিপজ্জনক জায়গায় বল বাড়ালেন ছাংতে। কিন্তু সেখানে কোনও ভারতীয় ছিলেন না। শেষপর্যন্ত বক্সের মাথা থেকে দিশাহীন শট সুনীল ছেত্রীর। লক্ষ্যভ্রষ্ট।

21 Nov 2023, 07:43:04 PM IST

India vs Qatar LIVE: দারুণ মুভমেন্ট থাপা ও উদান্তের, আপুইয়ার শট, লক্ষ্যভ্রষ্ট

৩৫ মিনিট: দারুণ মুভেমন্ট। দারুণ মুভেমন্ট ভারতের। নিজেদের মধ্যে ওয়ান-টু খেলেন উদান্ত সিং এবং অনিরুদ্ধ থাপা। তারপর আপুইয়ার দিকে বল বাড়ান থাপা। আপুইয়া ঠিক বক্সের মাথার দাঁড়িয়েছিলেন। শট। কিন্তু অনেক উপর দিয়ে উঠে গেল। গোলমুখী প্রথম শট ভারতের।

21 Nov 2023, 07:39:15 PM IST

India vs Qatar LIVE: পেনাল্টির আবেদন কাতারের, খারিজ রেফারির

৩৪ মিনিট: আবারও ভয়ংকর ক্লিয়ারেন্স অমরিন্দর সিংয়ের। যে সুযোগটা কাজে লাগান হেডোস। বক্সের মধ্যে সন্দেশকে ছিটকে বেরিয়ে যেতে যান আফিফ। শট নেওয়ার আগে পড়ে যান। পেনাল্টির আবেদন। দিলেন না রেফারি। কাউন্টারে ভারত।

21 Nov 2023, 07:37:35 PM IST

India vs Qatar LIVE: মার্কিং বলে কিচ্ছু থাকল না! ফ্রি হেডার করল কাতার

৩১ মিনিট: অষ্টম কর্নার কাতারের। হে ভগবান, এটা কী ডিফেন্ডিং! দ্বিতীয় পোস্টে স্রেফ কোনও মার্কিংই হল না। একেবারে ফাঁকা হেডার করে বেরিয়ে গেলেন মুস্তাফা। ভারতের ভাগ্য ভালো যে বলটা বাঁচিয়ে দিলেন অমরিন্দর সিং।

21 Nov 2023, 07:34:35 PM IST

India vs Qatar LIVE: আপুইয়ার বক্সে ঢোকার চেষ্টা

৩০ মিনিট: কাতারের বক্সে ঢোকার চেষ্টা আপুইয়ার। তবে আফিফের থেকে বল ছিনিয়ে নিলেন আপুইয়া। তবে বেশিক্ষণ বল রাখতে ছিনিয়ে নেয় কাতার।

21 Nov 2023, 07:32:03 PM IST

India vs Qatar LIVE: নিখিল ও সন্দেশকে নিয়ে ছেলেখেলা

২৪ মিনিট: দম ফেলার ফুসরত পাচ্ছে না ভারত। নিখিল পূজারি এবং সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে ছেলেখেলা আফিফের। শেষপর্যন্ত ভারতের ত্রাতা হয়ে দাঁড়ালেন মোহনবাগান সুপার জায়ান্টের ক্যাপ্টেন শুভাশিস বোস।

21 Nov 2023, 07:29:52 PM IST

India vs Qatar LIVE: অবশেষে ভালো গোলকিপিং অমরিন্দরের

২২ মিনিট: অবশেষে একটা ভালো কিছু করলেন অমরিন্দর সিং। দুর্দান্ত ব্যাকহিল আবদুল্লার। বক্সে ঢুকে পড়েন আফিফ। কিছুটা দুরূহ কোণ থেকে শট। তবে গোললাইন থেকে এগিয়ে এসে বলটা বাঁচিয়ে দিলেন অমরিন্দর। ভালো গোলকিপিং অমরিন্দরের।

21 Nov 2023, 07:27:25 PM IST

India vs Qatar LIVE: বল পজেশনে এগিয়ে কাতার

২০ মিনিট: আরও নিজেদের দখলে বল রাখছে কাতার। কাতারের বল পজেশন ৬০ শতাংশ। ভারতের বল পজেশন ৪০ শতাংশ।

21 Nov 2023, 07:25:37 PM IST

India vs Qatar LIVE: কাঁপছেন অমরিন্দর, ফের করলেন ভুলভাল পাস, চাপে ভারত

২০ মিনিট: অমরিন্দর সিং যা খেললেন প্রথম ২০ মিনিটে, তাতে পাড়ার দলেও সুযোগ পাবেন না। চূড়ান্ত জঘন্য গোলকিপিং। তাঁর পায়ে বল থাকলে সম্ভবত জপ করতে হবে ভারতকে। ভুলভাল পাস করেন। যে বলটা পেয়ে যায় কাতার। শট নেন মিশাল। দারুণ ব্লক করে সন্দেশ ঝিঙ্গান বাঁচালেন ভারতকে।

21 Nov 2023, 07:22:48 PM IST

India vs Qatar LIVE: কাউন্টারের চেষ্টা ভারতের, বল খুইয়ে চাপে, শট ব্লক সন্দেশের

১৪ মিনিট: গতিতে কাউন্টার অ্যাটাক ভারত। উদান্ত সিংয়ের সামনে অনেকটা জায়গা ছিল। কিন্তু সেই জায়গায় না গিয়ে বরং থমকে যাওয়ার চেষ্টা করেন। সেটা করতে গিয়ে মিডফিল্ডে বাজেভাবে বল হারিয়ে ফেলেন। সেই বল নিয়ে উঠে আসে কাতার। শট নেন আফিফ। ব্লক সন্দেশ ঝিঙ্গানের। কর্নার কাতারের। তবে বিপদ হয়নি ভারতের।

21 Nov 2023, 07:19:01 PM IST

India vs Qatar LIVE: ভালো টার্ন আপুইয়ার, মিডফিল্ডে ভালো খেলার ইঙ্গিত

১২ মিনিট: দারুণ স্কিল আপুইয়ার। একটা ভালো টার্ন। তার জেরে আক্রমণে ওঠার সুযোগ পায় ভারত। কাতারের বক্সে বল বাড়ান ছাংতে। তবে সহজেই বলটা ক্লিয়ার করে দেয় কাতার ডিফেন্স। এই মুভমেন্ট থেকে একটা জিনিস বোঝা গেল, যখন মিডফিল্ডে বল পাবে ভারত, তখন চাপে ফেলার ক্ষমতা রাখে কাতারকে।

21 Nov 2023, 07:16:56 PM IST

India vs Qatar LIVE: বল পজেশনে সামান্য এগিয়ে কাতার

১১ মিনিট: বল পজেশনে মোটামুটি ভারত এবং কাতার একই বিন্দুতে আছে। ভারতের বল পজেশন ৪৬ শতাংশ। কাতারের বল পজেশন ৫৪ শতাংশ।

21 Nov 2023, 07:15:35 PM IST

India vs Qatar LIVE: চাপের মুখে সন্দেশ

১০ মিনিট: প্রাথমিকভাবে সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে কার্যত ছেলেখেলা করেন আফিফ। ছিটকে বেরিয়ে যাচ্ছিলেন সন্দেশের থেকে। শেষপর্যন্ত অবশ্য কামব্যাক করেন সন্দেশ। বল ক্লিয়ার করে দেন। কর্নার পেল কাতার। তবে লাভ হয়নি কিছু।

21 Nov 2023, 07:14:02 PM IST

India vs Qatar LIVE: কিছুটা স্বস্তি দিলেন আপুইয়া-সুরেশ

৬ মিনিট: কাতারের চাপের মধ্যেই আপুইয়া কিছুটা বল ধরে রেখেছেন। ভালো কন্ট্রোল। তাঁকে ভালো সহায়তা করেন সুরেশ। নিজেদের মধ্যেই কিছুক্ষণ বল নিয়ে খেলেন। কিন্তু কাতার চাপ বাড়িয়ে বল কেড়ে নেয়।

21 Nov 2023, 07:12:29 PM IST

India vs Qatar LIVE: প্রথম ম্যাচে ভারত ও কাতারের পারফরম্যান্স কেমন ছিল?

২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটা অ্যাওয়ে ছিল ভারতের। কুয়েতে গিয়ে কুয়েতকে ১-০ গোলে হারিয়ে দিয়ে এসেছেন সুনীল ছেত্রীরা। অন্যদিকে, আফগানিস্তানকে ৮-১ গোলে ধ্বংস করেছে কাতার।

21 Nov 2023, 07:09:12 PM IST

India vs Qatar LIVE: বাজে ভুল ডিফেন্সে, ৪ মিনিটেই গোল খেয়ে গেল ভারত

৪ মিনিট: বাজে ভুল ডিফেন্সে। গোল খেয়ে গেল ভারত। কর্নার আক্রম আফিফের। আহামরি কর্নার ছিল না। হেড করে বের করে দেওয়া হয়। কিন্তু বলটা পুরোপুরি ক্লিয়ার হয়নি। ভারতীয় বক্সের মধ্যেই বলটা ঘোরাফেরা করতে থাকে। শেষপর্যন্ত মুস্তাফা মিশালের শট। গোওওল কাতারের। ১-০ গোলে এগিয়ে গেল। জঘন্য ডিফেন্ডিং।

21 Nov 2023, 07:06:37 PM IST

India vs Qatar LIVE: মারাত্মক ভুল অমরিন্দরের, রেহাই ভারতের, চাপ বাড়াল কাতার

২ মিনিট: বেঁচে গেল ভারত। খুব বড় বিপদ থেকে বেঁচে গেল ভারত। জঘন্য ভুল করেন অমরিন্দর সিং। বক্সের ভিতরে হেলতে-দুলতে আক্রম আফিফকে স্কোয়ার পাস বাড়িয়ে বসেন। যেন ভারতে আসার জন্য ‘উপহার’ দিলেন। বলটা ভারতের বক্সে চলে আসে। কয়েক গজ দূর থেকে সহজ সুযোগ মিস আফিফের। কীভাবে এটা মিস করল কাতার? বড় বিপদ থেকে বেঁচে গেল ভারত।

21 Nov 2023, 07:04:14 PM IST

India vs Qatar LIVE: ইতিবাচক শুরু ভারতের

১ মিনিট: শুরুতেই ইতিবাচক বার্তা ভারতের। উঠে এল কাতারের বক্সের কাছে। তবে কিছুক্ষণ পরেই একটা লুজ বল দিয়ে দেয় ভারত। তবে সেখান থেকে কোনও বিপদ হয়নি।

21 Nov 2023, 07:01:53 PM IST

India vs Qatar LIVE: যাত্রা শুরু AIFF ও FIFA অ্যাকাডেমির

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং ফিফার অ্যাকাডেমি তৈরির সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এবং আর্সেনালের প্রাক্তন কোচ আর্সেন ওয়েঙ্গার। ওড়িশায় সেই অ্যাকাডেমি তৈরি করা হবে।

21 Nov 2023, 07:01:53 PM IST

India vs Qatar Live Score: কিক-অফ ওড়িশায়, CR7-র দেশের কোচকে ধাক্কা দেবে ভারত?

ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হল কিক-অফ। ভারতের জন্য কঠিন ম্যাচ। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের কোচের অধীনে খেলা কাতারকে ধাক্কা দিতে মরিয়া ভারতীয় দল। সেটা হয় কিনা, তা ৯০ মিনিটের খেলার শেষে বোঝা যাবে।

21 Nov 2023, 06:55:29 PM IST

India vs Qatar LIVE: ‘বন্দে মাতরম’ ধ্বনিতে উদ্ভাসিত কলিঙ্গ স্টেডিয়াম

এখনও ম্যাচ শুরু হয়নি। তার আগেই ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে দুর্দান্ত পরিবেশ তৈরি হয়েছে। ভারতীয় দলের ওয়ার্ম-আপের মধ্যেই ‘বন্দে মাতরম’ ধ্বনি দেওয়া হচ্ছে। রীতিমতো গায়ে কাঁটা দেওয়া মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

21 Nov 2023, 06:49:01 PM IST

India vs Qatar LIVE: CR7-র দেশের কোচ তত্ত্বাবধানে নামছে কাতার

কাতারের প্রথম একাদশ: মিশাল বারশাম, পেদ্রো মিগুয়েল, আহমেদ ফাথি, হাসান আল হেডোস. আক্রম আফিফ, লুকাস মেন্ডেস, হোমান আল আমিন, বৌয়ালেন খৌখি, আল মোয়েজ আলি, তামিম মনসুর এবং মুস্তাফা মিশাল। কাতারের কোচ হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের কার্লোস কুইরোজ।

21 Nov 2023, 06:41:19 PM IST

India vs Qatar LIVE: আজকের ম্যাচের পর কবে কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত?

১) আফগানিস্তান বনাম ভারত: ২০২৪ সালের ২১ মার্চ।২) ভারত বনাম আফগানিস্তান: ২০২৪ সালের ২৬ মার্চ।৩) ভারত বনাম কুয়েত: ২০২৪ সালের ৬ জুন।৪) কাতার বনাম ভারত: ২০২৪ সালের ১১ জুন।

21 Nov 2023, 06:33:26 PM IST

India vs Qatar LIVE: কাতারের ফিফা র‍্যাঙ্কিং কত? ভারত কত নম্বরে?

ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী, ৬১ নম্বরে আছে কাতার। ভারতের ফিফা র‍্যাঙ্কিং ১০২। ২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ ‘এ’-তে থাকা বাকি দুটি দলের র‍্যাঙ্কিং হল ১৩৬ (কুয়েত) এবং আফগানিস্তান (১৫৪)।

21 Nov 2023, 06:25:44 PM IST

India vs Qatar LIVE: কলিঙ্গ স্টেডিয়ামে হচ্ছে ভারতের ম্যাচ, উচ্ছ্বসিত ওড়িশার মুখ্যমন্ত্রী

ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি বলেন, ‘ওড়িশার জন্য একটা গর্বের মুহূর্ত। কারণ ২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের ভারত বনাম কাতার ম্যাচ হতে চলেছে আইকনিক কলিঙ্গ স্টেডিয়ামে। আরও একটি গুরুত্বপূর্ণ খেলাধুলোর প্রতিযোগিতার সাক্ষী থাকার জন্য সারা বিশ্বের ফুটবল ভক্তদের স্বাগত জানাচ্ছি। আশা করছি যে হোমে খেলার সুবিধা নেবে আমাদের দল এবং জয়ী হবে।’

21 Nov 2023, 06:15:54 PM IST

India vs Qatar LIVE: ৫ পরিবর্তন! সাহাল-মহেশকে বাইরে রাখল ভারত, শুরুতেই ছাংতে

কুয়েত ম্যাচে যে দল নামিয়েছিল ভারত, সেই প্রথম একাদশে একাধিক পরিবর্তন করা হল। ভারতের প্রথম একাদশে আছেন – অমরিন্দর সিং (গোলকিপার), রাহুল ভেকে, শুভাশিস বোস, সন্দেশ ঝিঙ্গান, অনিরুদ্ধ থাপা, সুরেশ সিং, আপুইয়া, সুনীল ছেত্রী (অধিনায়ক), উদান্ত সিং, লালিনজুয়ালা ছাংতে এবং নিখিল পূজারি। অর্থাৎ পাঁচটি পরিবর্তন করা হয়েছে। প্রথম একাদশে নেই গুরপ্রীত সিং সান্ধু, আকাশ মিশ্র, মনবীর সিং, সাহাল আবদুল সামাদ এবং মহেশ নাওরেম।

21 Nov 2023, 06:15:54 PM IST

India vs Qatar LIVE: র‍্যাঙ্কিংয়ে ৪১ ধাপ এগিয়ে, সেই কাতারকে ধাক্কা দেবে ভারত?

কুয়েত জয় হয়েছে। তারপর আজ ২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের সবথেকে কঠিন ম্যাচে নামছে ভারত। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ভারতের প্রতিপক্ষ। যে দেশ ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতের থেকে ৪১ ধাপ এগিয়ে আছে। সেই পরিস্থিতিতে লড়াইটা যে অত্যন্ত কঠিন হবে, তা স্বীকার করে নিয়েছেন ভারতের কোচ ইগর স্টিম্যাচ। তা সত্ত্বেও ঘরের মাঠে পয়েন্ট কাড়তে মরিয়া টিম ইন্ডিয়া।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।