হাসির মধ্যেই কি বেদনার সুর লুকিয়ে আছে? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের দ্বিতীয় সারির দল ঘোষণার পরই যুজবেন্দ্র চাহাল যে ইমোজি টুইট করেছেন, সেটা নিয়ে তেমনই জল্পনা তৈরি হয়েছে। চাহালের ওই টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। রাজস্থান রয়্যালসের স্পিনার অবশ্য কোনওরকম মন্তব্য করেননি বা বিতর্কিত কিছু বলেননি। শুধুমাত্র একটি ইমোজি দিয়ে টুইট করেন। আর সেই ইমোজি যেন অনেক কিছু বুঝিয়ে দিচ্ছিল। নেটিজেনদের মতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজ জায়গা না পাওয়ায় আদতে বিরক্তিপ্রকাশ করেছেন চাহাল। কারণ আগামী বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। ফলে সেই বিশ্বকাপের জন্য কয়েকজন খেলোয়াড়কে এখন থেকেই বেছে নেওয়া শুরু করা হবে। আর সেটার প্রথম ধাপেই চাহাল জায়গা না পাওয়ায় ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁকে দলে রাখা হবে কিনা, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল। যিনি ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও একটি ম্যাচে খেলতে পারেননি।
এমনিতে চলতি বছরের ১৩ অগস্ট ভারতের হয়ে শেষবার খেলেছেন চাহাল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেটি টি-টোয়েন্টি ম্যাচ ছিল। একদিনের ম্যাচ খেলেছিলেন আরও আগে – ২৪ জানুয়ারি। পরবর্তীতে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে একদিনের বিশ্বকাপের জন্য চাহালকে ভাবা হচ্ছে না। সেইমতো বিশ্বকাপের দলে সুযোগ পাননি। তবে টি-টোয়েন্টিতে তিনি সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু একদিনের বিশ্বকাপে ভারতীয় দলের হৃদয়ভঙ্গের পরে সেটাও করা হয়নি। তাতেই জল্পনা তৈরি হয়েছে যে তাহলে কি টি-টোয়েন্টি থেকেও চাহালকে ছেঁটে ফেলা হচ্ছে?
আরও পড়ুন: IND vs AUS: ভারতের বিরুদ্ধে T20 সিরিজ থেকে সরে দাঁড়ালেন ওয়ার্নারও, বিশ্বজয়ী দলের মাত্র সাত ক্রিকেটারকে পাওয়া যাবে
বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও তেমনই আশঙ্কা প্রকাশ করছেন নেটিজেনদের একাংশ। তেমনই একজন বলেন, একদিনের বিশ্বকাপের দলে জায়গা হয়নি। এশিয়ান গেমসের দ্বিতীয় সারির দলে ছিলেন না। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় সারির দলেও সুযোগ পেলেন না যুজবেন্দ্র চাহাল। এটার মানে কী?’ অপর একজন বলেন, ‘যুজি ভাই, তোমার কষ্টটা বুঝছি। আরও শক্তিশালী হয়ে প্রত্যাবর্তন করতে হবে।’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), ইশান কিষান, যশস্বী জসওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, আবেশ খান এবং মুকেশ কুমার। শেষ দুটি ম্যাচের দলে ফিরবেন শ্রেয়স আইয়ার। তখন রুতুরাজের থেকে ভারতের সহ-অধিনায়কত্বের দায়িত্ব পাবেন তিনি।
আরও পড়ুন: হার্দিক নেই, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার, রিঙ্কু দলে আছেন কি?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি – এর জন্য চোখুন HT Bangla – তে