আচামকাই অসুস্থ কীর্তন গায়িকা অদিতি মুন্সী। তাঁকে বাতিল করতে হয়েছে একের পর এক অনুষ্ঠান। ২০ নভেম্বর থেকে তাঁর একাধিক শো ছিল বলে জানা যাচ্ছে, তবে সবকটিই বাতিল করতে হয়েছে। জানা যাচ্ছে, একপ্রকার বাধ্য হয়েই অনুষ্ঠানগুলি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন অদিতি মুন্সী। কিন্তু কী হয়েছে ‘রাই কিশোরীর’?
ঠিক কী ঘটেছে জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয় অদিতি মুন্সীর সঙ্গে। গায়িকা এক্কেবারেই কথা বলতে পারছেন না। গলা choked (রুদ্ধ) হয়ে রয়েছে। তাই ফোন ধরেন অদিতির স্বামী, তথা তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। দেবরাজ জানান, ‘ওর (অদিতি)একদম গলার অবস্থা ঠিক নেই। কথা বলা এক্কেবারেই বারণ। ওকে চিকিৎসক ভয়েস রেস্টে থাকতে বলেছেন। ওর vocal injuries হয়েছে।’
কীভাবে এমনটা ঘটল? জানতে চাইলে দেবরাজ বলেন, ‘আসলে গানের জন্যই। পরপর শো ছিল ওর। তারপর ও আমেরিকাতে ছিল, সেখানে শো করে ফেরার পর থেকে এখানেও পরপর অনুষ্ঠান করছিল। তার উপর অন্যান্য কাজও ছিল। তাই গলা বিশ্রাম না পাওয়ার কারণে vocal injuries হয়েছে। আশা করি ঠিক হয়ে যাবে। ডাক্তার তেমনটাই বলেছেন। তাই কিছুদিন কথা বলা এক্কেবারেই বারণ। তবে এমনি আর কোনও অসুস্থতা নেই।’
এদিকে অদিতিও তাঁর বয়ানে শ্রোতাদের উদ্দেশ্যে জানিয়েছেন, ‘গলার অবস্থা খারাপ, তবে আপনাদের গান না শোনাতে পারার দুঃখ রয়েছে। আশা করছি দ্রুত ফিরে আসতে পারব গানের জগতে।’
এদিকে জানা যাচ্ছে ২০ নভেম্বর ডানকুনি ষষ্ঠীতলা উল্কা সংঘ ক্লাব, ২২ নভেম্বর চন্দননগর কানাইলাল পল্লী, ২৩ নভেম্বর কনকপুরের বালিপুর তরুণ সংঘ ক্লাব, ২৬ নভেম্বর বাজে কদমতলা ঘাটে অনুষ্ঠান ছিল অদিতি মুন্সির। তবে এই অনুষ্ঠানগুলির কোনওটিতেই তিনি যেতে পারছেন না। আর এর কারণটা পুরোটাই তাঁর অসুস্থতা।