ODI World Cup 2023: Mitchell Marsh Slammed For Keeping Feet On World Cup Trophy, Sparks Controversy As Photo Goes Viral

Advertisement

আমদাবাদ: সতেরো বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর তৎকালীন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রেসিডেন্ট শরদ পওয়ারের সঙ্গে অভব্যতা করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting)। প্রথমে হাতের ইশারায় পওয়ারকে তাড়াতাড়ি ট্রফি দিতে বলা এবং তারপর মঞ্চ থেকে নেমে যেতে বলার মতো কাণ্ড ঘটিয়েছিলেন পন্টিং। পরে যে কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া হয়। ক্ষমা চেয়ে নেন পন্টিংও।

বিশ্বকাপ জেতার পর অভব্য আচরণের অভিযোগ উঠল আর এক অস্ট্রেলীয় ক্রিকেটারের বিরুদ্ধে। তিনি, মিচেল মার্শ (Mitchell Marsh)। বিশ্বকাপ ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর মার্শের একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা গিয়েছে, বিশ্বকাপের ওপর পা তুলে বসে রয়েছেন মার্শ।

রবিবার ভারতকে হারিয়ে রেকর্ড ষষ্ঠবার ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ভারতের ঘরের মাঠে তাদের হারিয়ে বিশ্ব জয় করার পর অজ়ি ক্রিকেটারেরা উদ্দাম আনন্দে ভেসে যায়। বিশ্বকাপের শুরুতে পরপর দুই ম্যাচ হারের পর, যে দলটির সেমিফাইনালে ওঠা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল, তারাই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে এবার।

সেই আনন্দে আত্মহারা হয়ে মিচেল মার্শ একটি লজ্জার কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। যার জেরে সোশ্যাল মিডিয়ায় তাঁর তীব্র সমালোচনা চলছে। নেট দুনিয়ায় একটি ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, অজ়ি তারকা ক্রিকেটার মিচেল মার্শ বিশ্বকাপ ট্রফির উপরে দুই পা তুলে ছবির পোজ দিয়েছেন। ছবিটি প্রাথমিক ভাবে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। আর সেখান থেকেই ছবিটিই নেটপাড়ায় ছড়়িয়ে পড়ে। এই ঘটনাটিকে ‘অসম্মানজনক’ বলে অভিহিত করেছে নেটপাড়া। মিচেল মার্শকে রীতিমতো ট্রোল করা হচ্ছে।

 

অনেকেই সাত বছর আগের মার্লন স্যামুয়েলসের একটি ঘটনার উল্লেখ করছেন। ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর সাংবাদিক বৈঠকে এসে টেবিলের ওপর জুতো তোলা পা উঠিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটার।

তবে মার্শ কীভাবে ট্রফির ওপর পা তুলে ছবি তুললেন, তা নিয়ে সমালোচনার ঝড় বিশ্বজুড়ে।

আরও পড়ুন: ফাইনালে আমন্ত্রণই জানানো হয়নি? বোমা ফাটালেন ভারতকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।