ODI World Cup 2023: Anushka Sharma And Virat Kohli Getting Emotional After India Loses World Cup 2023 Final Photo Viral

Advertisement


মু্ম্বই: প্রায় দুই দশক পর বিশ্বকাপ ফাইনালে (ODI World Cup 2023) মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। কিন্তু শেষ অবধি একরাশ মনখারাপ নিয়ে ঘরে ফিরতে হল। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের হারের পর দেশজুড়ে শোকের পরিবেশ। আর এহেন পরিস্থিতিতেই আবেগঘন অবস্থায় দেখা গিয়েছে ‘বিরুষ্কা’কে। ভারতের হারের পর বিরাটকে জড়িয়ে ধরেন অনুষ্কা। স্বাভাবিকভাবেই অনুষ্কার চোখেমুখে বিষন্নতা ধরা পড়েছে।   ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল।

নেটদুনিয়ায় ইতিমধ্যেই অনুরাগীরা নানা কথা লিখেছেন। একজন লিখেছেন, প্রত্যেকেরই অনুষ্কার মতোই জীবনসঙ্গী দরকার। যে সবসময় আপনার দুঃখকষ্টে পাশে থাকবে। বিরাট কোহলি খুবই ভাগ্যবান।’ পাশাপাশি  অন্য একজন লিখেছেন- ‘অনুষ্কা যেভাবে বিরাটকে সমর্থন করেছেন, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়’। 

আরও পড়ুন, ‘ভাল খেলেছে টিম ইন্ডিয়া..’, সোশ্যালে আবেগঘন পোস্টে টলি থেকে বলিউডের সেলেবরা

বিস্তারিত আসছে…

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।