Navya Naveli Nanda: ‘সে কী! হিন্দি বলতে পারেন?’ এই কথা শুনলেই মেজাজ হারান বচ্চনের নাতনি, কেন?

Advertisement

অভিনয়ের দুনিয়া থাকার কথা আগেই জানিয়েছেন, তা সত্ত্বেও টিনসেল টাউনের অন্যতম চর্চিত স্টারকিড তিনি। বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দার সৌন্দর্যে বুঁদ সকলে, পাশাপাশি নভ্য়ার লাভ লাইফ নিয়েও আলোচনা কম হয় না। এই তারকা সন্তানের আরও একটা বিষয় ঘিরে চর্চা বিস্তর, যা বেশ অবাক করে খোদ নভ্যাকে। 

নভ্যার হিন্দি ভাষার উপর দখল সত্যি অবাক করা। তাঁর মুখে ঝরঝরে হিন্দি শুনে অনেকেই চমকে যান। মাসাবেল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বচ্চন-কন্যার শ্বেতার মেয়ে জানান, ‘এটা প্রচণ্ড বিরক্তিকর, রাগ ধরে যখন লোকে এটা দেখে চমকে যায় যে আমি হিন্দি বলছি। এমন প্রশ্ন করে, তুমি হিন্দি জানো? এটা তো খুব সাধারণ একটা বিষয়। তুমি নিজের মাতৃভাষা জানবে এটাই তো স্বাভাবিক। জানি না কেন লোকজন চমকে যায়’। 

কৃষিক্ষেত্র নিয়ে কাজ করে নভ্যার বাবার কোম্পানি। ভাই অগস্ত্য দাদু-দিদিমার পদচিহ্ন অনুসরণ করে অভিনয়ের দুনিয়ায় পা রাখলেও নভ্যা কিন্তু একেবারেই উৎসাহী নন গ্ল্যামার জগত নিয়ে। পারিবারিক ব্য়বসাতেই মন তাঁর। তাঁর বয়স সবে ২১, ইতিমধ্যেই একজন সফল উদ্যোগপতি নভ্যা। তাঁর কাছে পারিবারিক সুযোগ-সুবিধা রয়েছে তা নির্দ্বিধায় মেনে নেন নভ্যা। বলেন, ‘আমি সৌভাগ্যবান যে আমি এমন একটা পরিবারে জন্মেছি যে আমার কাছে সুযোগ সহজেই এসেছে। অর্থনৈতিকভাবেও আমার পরিবার পাশে থেকেছে।’

নভ্যা অভিনয়ের বদলে কর্পোরেট জগতকেই নিজের লক্ষ্য হিসাবে বেছে নিয়েছেন। তবে সুপারহিট নভ্যার পডকাস্ট শো। বচ্চন পরিবারের একাধিক রহস্য ফাঁস হয়েছে নভ্যা নাভেলি নন্দার পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নভ্যা’য়। বাবার ব্যবসা সামলানোর পাশাপাশি ২০২০ সালে মেয়েদের জন্য একটি অনলাইন হেলথকেয়ার প্রোর্টাল (আরা হেলথ) শুরু করেছেন নভ্যা। এছাড়াও ‘নভেলি’ নামের একটি ক্যাম্পেন প্রোজেক্ট চালান এই স্টারকিড। পরিবারের ঐতিহ্য মেনে নভ্যার ভাই অগস্ত্য কিন্তু শীঘ্রই বলিউডে পা রাখছেন। জোয়া আখতারে ‘দ্য আর্চিস’-এ দেখা যাবে তাঁকে।

 

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।