Miss Universe 2023: ছক ভেঙে মিস ইউনিভার্সে প্রথমবার একজন প্লাস সাইজ মডেল! গর্বিত মিস নেপাল ২০২৩ লিখলেন ‘জীবন বদলাচ্ছে’

Advertisement

মডেল মানেই ছিপছিপে রোগা। মিস ইউনিভার্স মানেই সুগঠিত তন্বী দেহের সুন্দরী কেউ। কিন্তু সেই ভাবনাকে এবার ভেঙে দিতে চলেছেন এবারের মিস নেপাল। তিনি প্রথম প্লাস সাইজ মডেল যিনি মিস ইউনিভার্সের এবার প্রতিযোগিতায় অংশ নিলেন। গর্বের সঙ্গে এবার এই বিউটি পেজেন্টে নাম লেখালেন এবারের মিস নেপাল জেন দীপিকা গ্যারেট।

মিস ইউনিভার্সের ইতিহাসে এই প্রথমবার কোনও প্লাস সাইজ মডেল অংশ নিলেন। সুইমস্যুট রাউন্ডে তিনি সকলের নজর কেড়ে নেন। তাঁর কনফিডেন্স, তাঁর সৌন্দর্য সকলের মন কেড়ে নেন। মেটালিক গ্রিন সুইমস্যুট পরে এদিন তাঁকে এই আন্তর্জাতিক মঞ্চে হাঁটতে দেখা যায়। সঙ্গে পরেছিলেন স্ট্র্যাপ হিল এবং বড় কানের দুল। সাজ সম্পন্ন করতে খুলে রেখেছিলেন চুল।

আরও পড়ুন: বিশ্বকাপের ফাইনালে হাজির প্যালেস্তাইনীয় সমর্থককে সমর্থন ঋদ্ধি-ঋত্বিকের, লিখলেন, ‘এমনই জাতীয়তাবোধ…’

আরও পড়ুন: ‘আমিও এই বাচ্চা দুটোকে…’ কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের জন্য মন খারাপ ‘বড় মা’ সোহিনীর, কী উত্তর দিলেন সুকৃত-অয়ন্যা

সেরা ২০ প্রতিযোগীর মধ্যে অন্যতম হিসেবে তিনি নিজের জায়গা করে নিয়েছেন। এই সুখবর জানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমি আমার ফ্যান এবং যাঁরা আমায় সমর্থন করেছেন তাঁদের কাছে কৃতজ্ঞ। আমি আমার সেরাটা দিয়েছি, আর সেটাই দিন শেষে ম্যাটার করে। গোটা বিশ্বে ছড়িয়ে থাকা রিয়েল সাইজ বিউটির প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। এই বিউটি পেজেন্টে দাঁড়িয়ে স্টিরিওটাইপ ভাবনা ভাঙতে পেরে গর্বিত।

প্রসঙ্গত জেন দীপিকা গ্যারেট পেশায় একজন নার্স এবং ব্যবসায়ী। তিনি মানসিক স্বাস্থ্য এবং বডি পজিটিভিটি ছড়ানো নিয়েও কাজ করে থাকেন।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।