Legends League Cricket: ব্যর্থ হল গেইল-কালিসের লড়াই, ৯ রানে ৬ উইকেট হারিয়ে জেতা ম্যাচ হারল গুজরাট

Advertisement

লেজেন্ডস লিগ ক্রিকেটে রুদ্ধশ্বাস জয় হরভজন সিংয়ের নেতৃত্বাধীন মণিপাল টাইগার্সের। সোমবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে নিশ্চিত হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে গুজরাট জায়ান্টসকে পরাজিত করে তারা। সৌজন্যে ডেথ ওভারে পরবিন্দর আওয়ানা ও থিসারা পেরেরার দুরন্ত বোলিং।

জয়ের জন্য শেষ ৩ ওভারে মাত্র ২০ রান দরকার ছিল গুজরাট জায়ান্টসের। হাতে ছিল ৭টি উইকেট। হাফ-সেঞ্চুরি করা জ্যাক কালিস ও সেট হয়ে যাওয়া পার্থিব প্যাটেল ক্রিজে ছিলেন। তার পরেও সেখান থেকে ম্যাচ হারতে হয় গুজরাটকে। শেষ ৩ ওভারে মোটে ৯ রানের মধ্যে ৬টি উইকেট হারায় তারা।

রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মণিপাল টাইগার্স। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭৩ রানের চ্যালেঞ্জিং ইনিংস গড়ে তোলে। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩৭ রানের আগ্রাসী ইনিংস খেলেন হ্যামিল্টন মাসাকাদজা।

এছাড়া ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৩২ রান করেন থিসারা পেরেরা। ২টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২৩ রান করেন রবীন উত্থাপ্পা। চাডউইক ওয়াল্টন ১৭ ও ইমরান খান অপরাজিত ১৬ রানের যোগদান রাখেন। কলিন ডি’গ্র্যান্ডহোম ৮, কাইল কোয়েটজার ৯, অমিতোজ সিং ৬, হরভজন সিং ৩ ও প্রবীণ কুমার অপরাজিত ৭ রান করেন।

আরও পড়ুন:- India T20I Squad: হার্দিক নেই, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার, রিঙ্কু দলে আছেন কি?

গুজরাটের হয়ে ৪ ওভারে ৩১ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন রজত ভাটিয়া। ৩৩ রানে ২টি উইকেট নেন ট্রেন্ট জনস্টন। ১টি করে উইকেট দখল করেন রায়াদ এমরিত, ঈশ্বর চৌধরী ও সরবজিৎ লাড্ডা।

পালটা ব্যাট করতে নেমে গুজরাট জায়ান্টস একসময় ১৭ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫৪ রান তুলে ফেলে। শেষমেশ তারা ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬৩ রানে আকটে যায়। ১০ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে মণিপাল।

আরও পড়ুন:- Rohit Sharma’s Mistakes: সিরাজের বদলে নতুন বলে শামি কেন? বিশ্বকাপ ফাইনালে যে ৫টি ভুল করেন ক্যাপ্টেন রোহিত

জ্যাক কালিস ৮টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ৫৬ রান করেন। ক্রিস গেইল ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৩৮ রান করেন। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৩৫ রান করেন ক্যাপ্টেন পার্থিব প্যাটেল। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি।

পরবিন্দর আওয়ানা ৩ ওভারে ১৯ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন। হরভজন সিং ৪ ওভারে ১টি মেডেন-সহ মোটে ১৪ রানের বিনিময়ে ২টি উইকেট সংগ্রহ করেন। ২ ওভারে ৬ রানের বিনিময়ে ২টি উইকেট নেন থিসারা পেরেরা। ম্যাচের সেরা হন আওয়ানা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি – এর জন্য চোখুন HT Bangla – তে

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।