কলকাতা: পূর্ব দিকে সূর্য ওঠে, আমরা সকলেই জানি। বিশ্বের মধ্যে জাপানকে উদিত সূর্যের দেশ বলা হয় সেটাও ভূগোল বইয়ের দৌলতে আমরা প্রায় সকলেই জানি। কিন্তু ভারতে? আমাদের দেশে প্রথম সূর্যকিরণ (First Sunrise in India) কোথায় পৌঁছয়? ভৌগোলিক নিয়মেই উত্তর-পূর্বের রাজ্যগুলি (North Eastern State) প্রথম সূর্যের রশ্মি পাবে। কিন্তু, একটি ছোট্ট উপত্যকা রয়েছে যেখানে ভারতের মধ্যে দিনের প্রথম সূর্যকিরণ এসে পড়ে। জায়গাটার নাম ডং (Dong Valley), অরুণাচল প্রদেশের মধ্যে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি উপত্যকা। উত্তর-পূর্বের পাহাড়ের পিছন থেকে সূর্য উঁকি দেওয়ার অনেক আগে, বিস্তীর্ণ পূর্ব উপকূলে সূর্য দেখার অনেক আগেই ডং-এ পৌঁছয় সূর্যের আলো। যখন সারা দেশ অন্ধকারে থাকে, তখন এখানেই প্রথম পৌঁছয় সূর্যের আলো। তারপর ধীরে ধীরে আলো পায় গোটা দেশ। (Sunrise Time Tomorrow)
নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে কাটচাল দ্বীপ অন্যতম। ডং উপত্যকা, এই দ্বীপের থেকেও পূর্ব দিকে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেক অনবদ্য ডং উপত্যকা (Dong Valley) । অরুণাচল প্রদেশের Anjaw জেলার অন্তর্গত এই ডং উপত্যকা। সমুদ্রপৃষ্ঠ থেকে ১২৪০ মিটার উঁচুতে অবস্থিত। ব্রহ্মপুত্রের উপনদী লোহিত এবং সতীর সংগমস্থলের কাছেই অবস্থিত। এই উপত্যকাটি ভারতের জন্য অত্যন্ত কৌশলগত অবস্থান। চিন ও মায়ানমারে ঠিক মাঝখানে অবস্থিত এটি। (Sunrise Time Today)
পর্যটকদের পছন্দের জায়গা হলেও সহজেই এখানে যাওয়া যায় না। এখানে ঘুরতে যেতে হলে বিশেষ পারমিট লাগে। এই পারমিটকে ইনার লাইন পারমিট বলা হয়।
বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Post) হয়েছিল এই ডং উপত্যকা। নাগাল্যান্ডের মন্ত্রী Temjen Imna Along- সোশ্যাল মিডিয়া সাইটে একটি ভিডিও পোস্ট করে লেখেন..’গুগল করে তো দেখুন’। Temjen Imna Along- তাঁর রসিকতা এবং বুদ্ধিদীপ্ত জবাবের জন্য সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়। তাঁর ওই পোস্টও ভাইরাল হয়ে যায়।
Google Kar Ke to Dekho 🤨 pic.twitter.com/FJYzzK9jYC
— Temjen Imna Along (@AlongImna) September 13, 2023
কেন্দ্রীয় মন্ত্রী (Union Minister) জি কিষাণ রেড্ডিও (G Kishan Reddy) এই জায়গায় ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।
Scintillating Sunrise –
From Dong Valley – Anjaw, Arunachal Pradesh. #IncredibleIndia @incredibleindia @tourismgoi @PemaKhanduBJPVideo Courtesy: @moyong_talo pic.twitter.com/2dstURzoQw
— G Kishan Reddy (@kishanreddybjp) September 7, 2021
আরও পড়ুন: দর্শকাসনে নজর কাড়লেন ‘বিনয়ী’ শাহরুখ, অচেনা লুকে নন্দিনী চট্টোপাধ্যায় আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি