Argentina’s New President: মেসির দেশে অতি ডানপন্থীর জয়, আর্জেন্টিনার নয়া প্রেসিডেন্ট ‘বহিরাগত’ হাভিয়ের মিলেই

Advertisement

আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করলেন অতি ডানপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত হাভিয়ের মিলেই। লিওনেল মেসির দেশের অর্থনীতির হাল বর্তমানে খুবই খারাপ। সেখানে মুদ্রাস্ফীতির হার ১০০-র গণ্ডি ছাড়িয়েছে। এহেন পরিস্থিতিতে দেশের অর্থ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছিলেন হাভিয়ের। নিজেকে রাজনীতির ক্ষেত্রে ‘বহিরাগত’ হিসেবে আখ্যা দিতেন হাভিয়ের। তাঁর নির্বাচনী প্রচারের স্লোগানই ছিল ‘সবাইকে (প্রতিষ্ঠিত রাজনীতিবিদ) বাইরে পাঠাও’। এই আবহে নির্বাচনে নিজের প্রতিদ্বন্দ্বী তথা অর্থমন্ত্রী সের্জিও মাসাকে ১২ শতাংশের ব্যবধানে হারিয়েছেন হাভিয়ের। যদিও অক্টোবরে প্রাথমিক রাউন্ডে হাভিয়েরের থেকে অনেকটা এগিয়ে ছিলেন মাসা। তবে রানঅফে মাসা পান ৪৪ শতাংশ ভোট। ৫৬ শতাংশ ভোট পান হাভিয়ের। (আরও পড়ুন: ইম্ফলের আকাশে রহস্যময় UFO! চরম দুর্ভোগ কলকাতা থেকে উড়ে যাওয়া বিমানের যাত্রীদের)

ইতিহাস ঘেঁটে দেখা যাচ্ছে, ১৯৮৩ সালে অর্জেন্টিনায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এত ভোটের ব্যবধানে কোনও নির্বাচন জেতেননি কোনও প্রার্থী। এদিকে হাভিয়েরের বিশাল জয় নিশ্চিত হতেই রাজধানী বুয়েনোস আইরেসের রাস্তায় নামে তাঁর সমর্থকদের ঢল। দক্ষিণ বুয়েনোস আইরেসের একটি হোটেলে নিজের দলীয় কার্যালয় খুলেছিলেন হাভিয়ের। সেই হোটেলের সামনে তাঁর সমর্থকরা গাড়ি করে এসে অনবরত হর্ন বাজিয়ে যান উল্লাসে। নিজের সমর্থকদের উদ্দেশে বক্তৃতা রাখেন হাভিয়ের। উল্লেখ্য, লাতিন আমেরিকার রাজনীতিতে হাভিয়েরকে ‘আর্জেন্টিনার ডোনাল্ড ট্রাম্প’ বলে আখ্যা দেওয়া হয়।

আরও পড়ুন: গাজা যুদ্ধের মাঝেই লোহিত সাগরে ভারতগামী জাহাজ অপহরণ করল ইয়েমেনের জঙ্গি গোষ্ঠী

এদিকে ভোটের চূড়ান্ত ফল ঘোষণার আগেই হার স্বীকার করে হাভিয়েরকে শুভেচ্ছা জানান প্রতিদ্বন্দ্বী মাসা। তিনি বলেন, ‘আর্জেন্টিনা আমার দেখানো পথে হাঁটতে চায়নি। তারা অন্য পথ বেছে নিয়েছে। এই আবহে আগামিকাল থেকে দেশে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রের যাবতীয় দায়িত্ব নয়া প্রেসিডেন্টের কাঁধে। আমি আশা করছি তিনি ভালো ভাবে কাজ করবেন।’

আরও পড়ুন: ৭ দিনে ১৩! কানাডায় খলিস্তানিদের তৎপরতার মাঝে পঞ্জাবে বেড়ে চলেছে ড্রোন অনুপ্রবেশ

প্রসঙ্গত, বর্তমানে আর্জেন্টিনায় মূল্যস্ফীতির হার ১৪০ শতাংশ। মাসা অর্থমন্ত্রী থাকাকালীন এই অবস্থার আরও অবনতি ঘটেছে। এই আবহে আর্জেন্টিনার স্থানীয় রাজনৈতিক পরামর্শদাতা লুকাস রোমেরোর মত, এই নির্বাচনে হাভিয়ের নিজের কৃতিত্বে যত না ভোট পেয়েছেন, তার থেকে বেশি ভোট পেয়েছেন মানুষের পরিবর্তনের ইচ্ছের জন্যে।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।