শান মাসুদের নেতৃত্বে পাকিস্তানের সামনে নতুন চ্যালেঞ্জ, অজি সফরের জন্য ১৮ জনের টিম ঘোষণা, দলে নেই রউফ

Advertisement

নতুন টেস্ট দলের অধিনায়ক শান মাসুদের নেতৃত্বে এবার নতুন অভিযান শুরু করতে চলেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে পাকিস্তান। আর সেই সিরিজেই অধিনায়ক হিসাবে অভিষেক হতে চলেছে শান মাসুদের। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা সেই টেস্ট সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা করল পিসিবি। এই দলে প্রথম বারের মতো ডাক পেয়েছেন ব্যাটসম্যান সায়িম আয়ুব এবং পেসার খুররম শেহজাদ।

দলে ফিরেছেন ফাহিম আশরাফ, মীর হামজা এবং মহম্মদ ওয়াসিম। তবে দুই দিন আগে টেস্ট খেলতে সম্মত হলেও, রবিবার মত বদলেছেন বলে দলে রাখা হয়নি তারকা পেসার হ্যারিস রউফকে। এশিয়া কাপে চোট পাওয়ার পর থেকে নাসিম শাহ এখনও দলে ফিরতে পারেননি।

পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ সোমবার ১৮ সদস্যের দল ঘোষণা করেন। বিশ্বকাপে পাকিস্তানের বিপর্যয়ের পর তিন সংস্করণ থেকেই বাবর আজম সরে দাঁড়ান। এর পর টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয় শান মাসুদকে। এই সফরে পার্থের পর (১৪-১৮ ডিসেম্বর) মেলবোর্নে বক্সিং ডে (২৬-৩০ ডিসেম্বর) এবং সিডনিতে (৩-৭ জানুয়ারি) নিউ ইয়ার টেস্ট খেলবে পাকিস্তান। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে ১৩টি সিরিজ খেলেও কোনও জয় পায়নি পাক ব্রিগেড। ৩৭টি ম্যাচ খেলে জিতেছে মাত্র ৪টিতে।

প্রথম শ্রেণির টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করার সৌজন্যে অজি সফরের দলে ডাকা হয়েছে সায়িমকে। ২২ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটসম্যান কায়েদ-ই-আজম ট্রফিতে ৪ ম্যাচে করাচি হোয়াইটসের হয়ে ৩টি শতরান সহ ৫৫৩ রান করেছেন। ফাইনালে দ্বিশতরান হাঁকান তিনি। এর আগে ওয়ানডে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। প্রধান নির্বাচক ওয়াহাবের আশা, তাঁদের ‘দৃঢ় ব্যাটিং লাইনআপের শক্তি বাড়াবেন’ সায়িম। ডানহাতি পেসার শেহজাদও এসেছেন সফল ঘরোয়া মরশুম কাটানোর পর। কায়েদ-ই-আজম ট্রফিতে ২৩ বছর বয়সী তরুণ ৮ ম্যাচে নিয়েছেন ৩৬ উইকেট, ওয়ানডে টুর্নামেন্টে ১৬.৬২ গড়ে নেন ১৩ উইকেট।

দলে ফিরেছেন গত বছরের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলা অলরাউন্ডার ফাহিম। গত ডিসেম্বর থেকে এই বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সিরিজে খেলা ওয়াসিম এবং হামজাকেও ফেরানো হয়েছে। তাঁদের মধ্যে হামজা ২০.৮৮ গড়ে প্রথম শ্রেণির টুর্নামেন্টে নিয়েছেন ৩২টি উইকেট।

২০২৩-২৫ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পাকিস্তানের এটি দ্বিতীয় সিরিজ। এর আগে শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাটিতে ২-০ ব্যবধানে হারিয়েছে পাক ব্রিগেড।

অস্ট্রেলিয়া সফরের জন্য পাকিস্তানের টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলি, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মীর হামজা, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মহম্মদ ওয়াসিম, নোমান আলী, সায়িম আয়ুব, সালমন আগা, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), সাউদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি – এর জন্য চোখুন HT Bangla – তে

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।