Susmita Sen Birthday: রাজীবের সঙ্গে ছাড়াছাড়ি! ননদ সুস্মিতাকে প্রাণ দিয়ে ভালোবাসেন চারু, লিখলেন জন্মদিনে

Advertisement

রবিবার ৪৮ বছরে পা রাখলেন সুস্মিতা সেন। আর বিশ্বসুন্দরীর জন্মদিনে তাঁকে ভালোবাসায় ভরালেন ভাই রাজীব সেনের প্রাক্তন স্ত্রী চারু অসোপা। ইনস্টাগ্রামে তাঁকে শুভেচ্ছা জানাতে একটি আন্তরিক নোট লিখেছেন চারু। লিখলেন, ‘আমি আর জিয়ানা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি দিদি।’

চারু অসোপা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সুস্মিতার সঙ্গে বেশ কয়েকটি থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন। প্রথম দুটি ছবিতে, সুস্মিতাকে জিয়ানা এবং চারুর সঙ্গে দেখা গেল হাসি মুখে। তৃতীয় ছবিতে চারু ও সুস্মিতাকে তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে সুস্মিতা জন্মের পর শিশু জিয়ানাকে কোলে ধরে রেখেছেন। চারুর সঙ্গে সুস্মিতার একটি ছবি রয়েছে যখন তিনি গর্ভবতী ছিলেন।

ছবিগুলি শেয়ার করে চারু লিখলেন, ‘আমার পরিচিত সবচেয়ে আশ্চর্যজনক ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা। আমি জানি না কোথা থেকে শুরু করব। তবে আমি সত্যিই আপনাকে জানতে চাই যে আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আমি মনে করি সবচেয়ে বড় জিনিস যা আমি শিখেছি তা হল অনেক অনুগ্রহ এবং সাহসের সঙ্গে জীবনযাপন করা। আপনি প্রতিটি মহিলার সত্যিই এক বড় অনুপ্রেরণা। জিয়ানার সেক্সি পিসিকে জন্মদিনের শুভেচ্ছা। আমি আর জিয়ানা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি দিদি।’

সম্প্রতিই মুক্তি পেয়েছে সুস্মিতার ওয়েব সিরিজ আরিয়া-র তৃতীয় সিজন। আর সাক্ষাৎকারে একাধিক বিষয় নিয়ে মুখ খুলেছেন। যাতে রয়েছে লোলিত মোদীর সঙ্গে বিয়েও। বাঙালি নায়িকাকে বলতে শোনা যায়, ‘যদি আমি কাউকে বিয়ে করতে চাই, তাহলে তাকেই বিয়ে করব। চেষ্টা করতে যাব না। আমি যা করব ভাবি করি, না করার হলে কেউ বললেও করব না।’

খবর রয়েছে, সুস্মিতা সেন বর্তমানে প্রেম করছেন প্রাক্তন রোমন শলের সঙ্গেই। ২০২১ সালের ডিসেম্বর মাসেই ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল তাঁদের। এরপরই সম্পর্কে জড়ান ‘পলাতক’ ললিত মোদীর সঙ্গে। যা নিয়ে হয়েছিল মারাত্মক ট্রোল। গোল্ড ডিগারের তকমাও দিয়ে দেওয়া হয়েছিল। যা নিয়ে মুখ খুলে সুস্মিতা বলেছিলেন, ‘আমি সোনা না হিরে ভালোবাসি’। যদিও সেই প্রেমের মেয়াদ মাসখানেকের বেশি ছিল না।

চলতি মাসেই রোমনের হাতে হাত দিয়ে সুস্মিতা গিয়েছিলেন এক দিওয়ালি পার্টিতে। দিন কয়েক আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই সময় প্রাক্তনের যত্ন নিয়েছিলেন ১২ বছরের ছোট রোমনই। সুস্মিতার দুই মেয়েও খুব ভালোবাসে মায়ের প্রেমিককে।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।