ইশা আম্বানি আর আনন্দ পরিমলের যমজ সন্তান কৃষ্ণা আর আদিয়ার জন্মদিনের পার্টি ছিল শনিবারে। আর হাই প্রোফাইল অতিথি তালিকায় নাম ছিল শাহরুখ খানের। আর পার্টির অন্দরের একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা শাহরুখের একটি ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শাহরুখের সঙ্গে মস্তি করছেন আম্বানিদের ছোট ছেলে অনন্ত ও তাঁর বাগদত্তা রাধিকা মার্চেন্ট। কিং খানের হাতে ধরিয়ে দিয়েছেন জ্যান্ত শাপ।
ব্ল্যাক স্যুট পরে পার্টিতে পৌঁছেছিলেন বাদশা। চোখে কালো চশমা। বলা নেই কওয়া নেই শাহরুখের হাতে অনন্ত হঠাৎই ধরিয়ে দেন হলুদ রঙের একটা সাপ। আরেক ব্যক্তি আবার ওরকমই দেখতে একটা সাপ তুলে দেন শাহরুখ খানের ঘাড়ে। দুটো সাপ নিয়ে সোজা হয়ে দাঁড়িয়েছিলেন বলিউডের কিং। যদিও দেখে মনে হয়নি, খুব একটা ঘাবড়ে গিয়েছেন। ভিডিয়োতে দেখা যায়, উত্তেজনায় চিৎকার করছেন রাধিকা।
আরও পড়ুন: ‘এমন দাম শোনাল…’, চাকরি পেয়ে মেয়ে সানা কী উপহার দিলেন সৌরভকে?
আর এই ভিডিয়োতে বেশ মজার মজার কমেন্ট করেছেন কিং খানের অনুরাগীরা। একজন লিখলেন, ‘উফফফ… ভাগ্যবান সাপ’। আরেকজন লিখলেন, ‘সিংহ কখনও সাপ দেখে ভয় পায় নাকি!’ তৃতীয়জনের মন্তব্য, ‘সাপ হাতে মুফাসা’।
আরও পড়ুন: কালো জামায় কুল সাজার চেষ্টা অঙ্কুশের! প্রকাশ্যে ‘অপমান’ শুভশ্রীর, মজা নিলেন শ্রাবন্তী
চলতি বছরে পরপর দুটো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন কিং খান। ২০১৮ সালে জিরো ফ্লপ করার পর বেশ লম্বা একটা বিরতি নিয়েছিলেন। ৪ বছর পর সিনেমা হলে ফেরেন তিনি পাঠান দিয়ে। দেশের বক্স অফিসে ৫০০ কোটির উপর ব্যবসা করে সেই ছবি। বিশ্বব্যপী আয় ধরলে ১০০০ কোটির বেশি। এরপর আসে জওয়ান। পাঠানের সাফল্যকেও ছাপিয়ে যায় অ্যাটলি কুমার পরিচালিত ছবিখানা। বর্তমানে সর্বাছিক উপার্জিত হিন্দি সিনেমা জওয়ান। বিশ্বব্যপী আয় করেছে ১১০০ কোটির বেশি। আরও পড়ুন: বিশ্বকাপের বাজারেও শনিবার বাড়ল টাইগার ৩-এর আয়, সপ্তম দিনে কত কোটি ঘরে তুলল সলমন-ক্যাটরিনা?
এখন অপেক্ষা ডাঙ্কি-র। যা মুক্তি পাবে ২২ ডিসেম্বর। রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখ খানের প্রথম সিনেমা। এই ছবিতে বাদশার বিপরীতে রয়েছেন তাপসী পান্নু। ছবিতে রয়েছেন ভিকি কৌশলও। বক্স অফিসে দক্ষিণের সিনেমা সালার-এর মুখোমুখি হবে ডাঙ্কি। দেখার আরও একটা ১০০০ কোটি পায় কি না বলিউড।