সারেগামাপার সুরেলা সফর প্রায় শেষের পথে। বেশ কয়েক মাসের লড়াই শেষে সেরা ৫ জনকে বেছে নেওয়া হয়েছে গ্র্যান্ড ফিনালের জন্য। রবিবার ১৯ অক্টোবর রাতে সম্প্রচারিত হবে এই রিয়েলিটি শোয়ের ফিনালে। এখানে বাংলার চারজন নিজেদের জায়গা করে নিয়েছে। সঙ্গে আছেন নিষ্ঠা শর্মা। তবে ফিনালের মঞ্চে এবারের সারেগামাপা জয়ের অন্যতম দাবিদার অ্যালবার্ট কাবোকে চ্যালেঞ্জ ছুঁড়লেন স্নেহা এবং নিষ্ঠা।
অ্যালবার্ট কাবোকে চ্যালেঞ্জ স্নেহা-নিষ্ঠার
এবার সারেগামাপার ফিনালেতে চারজন বাংলার প্রতিযোগী আছেন। সেরা পাঁচে জায়গা করেছেন অ্যালবার্ট কাবো লেপচা, স্নেহা ভট্টাচার্য, রণিতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গেজমের এবং নিষ্ঠা শর্মা।
আরও পড়ুন: ‘কী জানি আদৌ ক্রিকেট বোঝে কিনা…’ বউ অভিনেত্রী, তবুও অনুষ্কা-আথিয়াকে নিয়ে কুরুচিকর মন্তব্য হরভজনের
আরও পড়ুন: ‘একজন অনুপ্রেরণা…’ বিশ্বকাপের ফাইনালের আবহে ‘মিষ্টি প্রতিবেশী’ বিরাটের প্রশংসা ক্যাটরিনার
এদিন ফিনালের মঞ্চে অ্যালবার্ট কাবো আই লাভ ইউ গানটি গান। তাঁর গানে আবারও মুগ্ধ হন বিচারকরা। এদিন হিমেশ রেশামিয়া তাঁর প্রশংসা করে বলেন, ‘উফ কী ফাটাফাটি গাইলে! সবার মন জয় করে নিলে।’ অন্যদিকে আরেক বিচারক অনু মালিক বলেন, ‘তোমার মধ্যে আগামীতে একজন সফল প্লেব্যাক গায়ক হওয়ার সমস্ত উপাদান আছে।’
তবে বিচারকরা যাই বলুন না কেন অ্যালবার্ট কাবোর সহ প্রতিযোগীরা কিন্তু তাঁকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। নিষ্ঠা বলেন, ‘ফিনালে একজন মেয়েই জিতবেন।’ বলে নিজেকে দেখান। অন্যদিকে স্নেহা বলেন, ‘ফিনালেতে উঠে ওর আত্মবিশ্বাস একটু বেশিই বেড়ে গিয়েছে।’ তবে অন্যান্যরা যে যাই বলুন না কেন, কাবোআত্মবিশ্বাসী যে তিনিই জিতবেন এবারের সিজন।
রবিবার ১৯ নভেম্বর সম্প্রচারিত হবে সারেগামাপার ফিনালে। এদিন কার মাথায় শেষ পর্যন্ত সেরার মুকুট ওঠে সেটাই এখন দেখার পালা। একদিকে বিশ্বকাপের জন্য টানটান উত্তেজনা, অন্যদিকে সারেগামাপার ফিনালে, ফলে সবটা মিলে একটা রোমহর্ষক পরিস্থিতি তৈরি হয়ে আছে যে বলাই যায়।