আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শোচনীয় হার ভারতের। গোটা দেশ হতাশ। বিশ্বকাপ যাচ্ছে অস্ট্রেলিয়ার হাতে।এবার ভারতের হাতের পরে এক্স হ্যান্ডেলে খোঁচা দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, অন্য় একটি খবরে, আমেদাবাদ স্টেডিয়ামে নতুন করে নাম করা হচ্ছে।- ভারত জওহরলাল নেহেরু ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ হেরেছে। আর ব্রেকিং নিউজ-অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ঘরে ইডির হানা। খোঁচা দিয়ে লিখেছেন মহুয়া মৈত্র।
এদিকে তৃণমূলের পক্ষ থেকে বার বার অভিযোগ করা হয় চাপে রাখার জন্য বিরোধীদের উপর বার বার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে অভিযান চালানো হয়। প্রতিহিংসার জন্যই এসব করা হয়। এবার ভারত পরাজিত হতেই স্টেডিয়ামের নাম নিয়েও খোঁচা দিলেন মহুয়া। সেই সঙ্গেই লিখেছেন, অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী কে ঘর পর ইডি কা ছাপা।
এদিকে সম্প্রতি ঘুষের বিনিময়ে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে। এনিয়ে এথিক্স কমিটি তলব করেছিল তাঁকে। এরপর সেই মিটিংয়ে তাঁকে নোংরা কথা বলা হয়েছে এই অভিযোগ তুলে তিনি মিটিং ছেড়ে বেরিয়ে এসেছিলেন। এদিকে মহুয়া মৈত্রর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি হানা দিতে পারে বলে পুজোর সময় জল্পনা ছড়িয়েছিল। তার মধ্য়েই এবার ভারত বিশ্বকাপে পরাজিত হতেই কার্যত নাম না করে গেরুয়া শিবিরকে খোঁচা দিলেন মহুয়া। প্রশ্ন উঠছে তবে কি হারের পরে প্রতিহিংসা নেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাড়িতে ইডির হানা হবে? রসিকতা করে সেই প্রশ্নটাই উসকে দিয়েছেন মহুয়া।
এদিকে সূত্রের খবর, গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস কমপ্লেক্সে অবস্থিত নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সংস্কারের পরে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে পরিণত হওয়ার পরে নাম বদল করা হয় মোতেরার এই স্টেডিয়ামের। দর্শকাসনের নিরিখে আমবাদের এই স্টেডিয়াম এখন বিশ্বের এক নম্বরে রয়েছে। যদিও অত্যাধুনিক পরিকাঠামো ও সুযোগ সুবিধার নিরিখেও বিশ্বের যে কোনও স্টেডিয়ামের সঙ্গে পাল্লা দিতে পারে এই স্টেডিয়াম। রবিবার খোদ নরেন্দ্র মোদী এই স্টেডিয়ামে হাজির থেকে খেলা দেখেছেন। কিন্তু সেই স্টেডিয়ামেই হার টিম ইন্ডিয়ার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি – এর জন্য চোখুন HT Bangla – তে