শুভব্রত মুখার্জি: ১৯ নভেম্বর অর্থাৎ রবিবার চলতি ওডিআই বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া। ভারত যখন একদিকে তাদের তৃতীয় শিরোপা জেতার লড়াই চালাবে, তখন অন্যদিকে অজিদের লক্ষ্য থাকবে তাদের ষষ্ঠ শিরোপা জয়ের। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই ফাইনাল ঘিরে উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়েছে চরচর করে। দুই দল তাদের একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে ব্যস্ত। তার আগেই এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ভারতীয় দলের প্রাক্তন হেড স্যার রবি শাস্ত্রী। তাঁর মতে, মোতেরাতে ফাইনালের ভাগ্য নির্ধারিত হয়ে যেতে পারে দুই ইনিংসের প্রথম দশ ওভারেই!
আরও পড়ুন: চলতি WC-এ সেমি পর্যন্ত টস জিতে ব্যাট নিয়ে ৮ বার জয় এসেছে, আমদাবাদে আবার রান তাড়া করে জয়ের পাল্লা ভারি
টাইমস অফ ইন্ডিয়া আয়োজিত এক শো’তে রবি শাস্ত্রী বলেছে, ‘৮ অক্টোবর যখন প্রথম বার ভারত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিল তখন আমি এই কথাটাই বলেছিলাম যে, এই ম্যাচটা কিন্তু ফাইনালের ড্রেস রিহার্সাল। আর সেটা ছিল প্রায় দেড় মাস আগের কথা। আর আমার সেই কথাই কিন্তু এখন সত্যি হয়ে গিয়েছে। আমি সত্যি সত্যিই এটা বিশ্বাস করি যে, ভারত এবং অস্ট্রেলিয়া এই দুটো এমন দল যাদের সামর্থ রয়েছে ফাইনালে যাওয়ার। কারণ প্রতিটা বিভাগে তাদের দুর্দান্ত ক্রিকেটাররা রয়েছে। ভারতীয় দলের ক্রিকেটাররা এই পরিবেশ পরিস্থিতি খুব ভালো ভাবে চেনে। তারা জানে এই পরিবেশে কী ভাবে পারফরম্যান্স করতে হয়। গোটা দলটা খুব অভিজ্ঞ দল। এই দলটা একজন বা দু’জন ক্রিকেটারের উপর নির্ভরশীল নয়।’
আরও পড়ুন: ফটো সেশনে বাঁ-দিকে যে অধিনায়ক থাকেন, তিনিই বিশ্বকাপ জেতেন- তবে রোহিত জিতবেন? নেটপাড়া সরগরম
রবি শাস্ত্রী আরও বলেছেন, ‘ফাইনালে যোগ্য দল হিসাবেই খেলছে দুই দল। টু্র্নামেন্টের অন্যতম ধারাবাহিক দু’টি দল। আর সেই কারণেই তারা ফাইনালে খেলছে। তবে আমার মতে, এই দুই দলের লড়াইতে প্রথম ১০ ওভারটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওই সময়েই ম্যাচে জেতা বা হারাটা নির্ধারণ হয়ে যেতে পারে বলেই আমি মনে করি। ভারতীয় দলের এই বিশ্বকাপে পরিসংখ্যান খুব ভালো। রোহিত শর্মা যে ভাবে প্রতি ম্যাচে দলের হয়ে শুরুটা করেছে, তা অনবদ্য। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও এক কথা বলা যায়। ফলে ফাইনাল ম্যাচে আমি একটা ভালো লড়াই দেখতে মুখিয়ে রয়েছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি – এর জন্য চোখুন HT Bangla – তে