Iman Chakraborty- World Cup: রাত পোহালেই বিশ্বকাপের ফাইনাল! বাংলাদেশে গিয়ে মহা সমস্যায় ইমন, এবার উপায়?

Advertisement

গোটা দেশের সামনে নির্ঘুম একটা রাত শনিবার। রবিবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল। মুখোমুখি হবে ভারত আর অস্ট্রেলিয়া। এর আগে ২০০৩ সালে অস্ট্রেলিয়ার কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ভারত। অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফের একবার একই রকম পরিস্থিতি। টেনশনে গোটা দেশ। যদিও ভরসা অনেকখানিই আছে এবারের টিমের উপর। একটাও ম্যাচ হারেনি টিম ইন্ডিয়া।

এই টেনশনের মাঝেই বড় সমস্যায় পড়ে গিয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী। বলা চলে, বাংলাদেশ গিয়ে ফেঁসেছেন বড় বিপদে। ফেসবুকে প্রকাশ্যে সকলের কাছে নিজের সমস্যাও জানিয়েছেন। চেয়েছেন সমাধান। হল টা কী ইমনের সঙ্গে!

আরও পড়ুন: মিস ইউনিভার্স জিতেই ছেড়েছিলেন প্রেমিককে? সুস্মিতার জবাব, ‘এগিয়ে গিয়েছিলাম অনেক’

আসলে বাংলাদেশে রয়েছেন ইমন চক্রবর্তী বর্তমানে। একটি শোয়ের জন্যই পড়শি দেশে গিয়েছেন। তবে সমস্যা হল ইমনের মুঠোফোনে আর চলছে না হটস্টার। আসলে বাংলাদেশে এই ওটিটি চলে না। এবার ইমনের চিন্তা, কীভাবে দেখবেন খেলা!

আরও পড়ুন: ভাইয়ের বউয়ের সঙ্গে সূর্যর রোম্যান্স, দিনদিন কমছে অনুরাগের ছোঁয়ার TRP! কী বলছেন দিব্যজ্যোতি

ইমনের ফেসবুক পোস্ট। 

Advertisement

গায়িকা ফেসবুকে লিখলেন, ‘ঢাকায় আছি, কিন্তু হটস্টার চলছে না। আমি কী করে বিশ্বকাপ দেখব। কেউ কোনও উপায় বাতলে দাও।’ এরপর অনেকেই ইমনকে জানান, বাংলাদেশে চলে না ওই অ্যাপটি। অন্য কোনও মাধ্যমের সাহায্য নিয়েই তাঁকে দেখতে হবে খেলা।

 

আরও পড়ুন: ঘোমটা কালীকে জড়িয়ে ধরে হাউ হাউ কান্না! চোখের জলে হল গৌরী এলো-র শেষ দিনের শ্যুট

কলকাতায় ইন্ডিয়ার ম্যাচের দিন টলিউডের অনেকেই ভিড় জমিয়েছিলেন ইডেনে। যদিও সেই তালিকায় ছিলেন না ইমন। তবে ফাইনাল মিস করতে চাইছেন না নিসন্দেহে। দেশের মাটিতে দেশকে বিশ্বকাপ এনে দেবে রোহিত শর্মার টিম, এমনটাই স্বপ্ন এখন সকলের।

রঙ্গবতী, টাপা টিনি ও জীবন তোমার সঙ্গে-র মতো একাধিক হিট গান উপহার দিয়েছেন ইমন চক্রবর্তী টলিউডকে। প্রাক্তন সিনেমার জন্য পান জাতীয় পুরস্কার। টলিউডের জনপ্রিয় মুখ তিনি। একইভাবে জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতেও।

বলিউড থেকে অনেকেই থাকছেন কাল ফাইনালের ম্যাচে। ইতিমধ্যেই আমদাবাদে পৌঁছে গিয়েছে সারা তেন্ডুলকর, অনুষ্কা শর্মারা। প্রসঙ্গত, ৭ বার বিশ্বকাপ ফাইনাল খেলে ৫ বার ট্রফি ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। অন্য়দিকে ৩ বারের মধ্যে ২ বার বিশ্বজয়ী হতে পেরেছে ভারত।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।