আজ আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। দুই দলই মাঠে নামতে পুরোপুরি ভাবে প্রস্তুত। এক তরুণ ব্রিগেডের সাহায্যে বিশ্বকাপে দুর্দান্ত ফল করেছে টিম ইন্ডিয়া। সবদিক থেকেই বিপক্ষ দলগুলিকে চোখের নিমেষে পরাজিত করেছে তারা। অন্যদিকে প্যাট কামিন্সের নেতৃত্বেও অস্ট্রেলিয়ার রয়েছে দারুন ফর্মে। তবে বড় যুদ্ধর আগেরদিন এক সাক্ষাৎকারে বিশেষ বক্তব্য পেশ করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ফাইনালের আগে বিশেষ কিছু পরামর্শ দিতেন কিনা? সেই সম্বন্ধে প্রশ্ন করায় রোহিত জানালেন, মাহি কোনও বিশেষ পরামর্শ দিতেন না। দলের ক্রিকেটাররা যেমন পারফরম্যান্স করেছিল, ঠিক তেমনই পারফর্ম করতে বলা হয়েছিল ফাইনালে।
এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপ ফাইনাল খেলছে রোহিত শর্মা। এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয় টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বড় ম্যাচের আগে বিশেষ কিছু পরামর্শ দিতেন কিনা। সেই প্রশ্নের উত্তরে রোহিত জানান, ‘২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আগে মাহি ভাই বিশেষ কিছু পরামর্শ দেয়নি। আমরা যেভাবে টুর্নামেন্ট খেলে গিয়েছি সেভাবেই খেলা চালিয়ে যেতে বলে। আমরাও একইভাবে ফাইনাল খেলবো এবার। আলাদা করে কিছু পরিকল্পনা করিনি।’
এদিন টিম ইন্ডিয়ার অধিনায়ককে জিজ্ঞেস করা হয় তিনি বিশেষ কিছু পরিকল্পনা তৈরি করে রেখেছেন কিনা ক্রিকেটারদের জন্য। সেই সম্পর্কে তিনি জানান, ‘না, বিশেষ কিছু বক্তব্য তৈরি করিনি খেলোয়াড়দের জন্য। সব আলোচনাই স্বাভাবিক হয়েছে। কিভাবে খেলতে হবে বা কিভাবে পরিকল্পনাগুলি বাস্তবায়িত করতে হবে, সেই সম্বন্ধেই কথা হয় লাগাতার আর কিছু না।’
এছাড়াও ২০১১ সালের বিশ্বকাপে দল থেকে বাদ পড়া সম্বন্ধে প্রশ্ন করা হলে রোহিত বলেন, ‘দেখুন ওই বিষয়টা আমি আর মনে রাখতে চাইনা। আমি অনেকদিন আগেই ভুলে গেছি। ওটা অত্যন্ত কষ্টকর মুহূর্ত ছিল আমার জন্য। কিন্তু এখন আমি খুশি এটাতেই যে আমার কাছে সুযোগ রয়েছে ট্রফি তোলার। আমি কোনদিনও ভাবতে পারিনি যে আমার জীবনে এমন দিন আসবে। কিন্তু আপনি যদি মন থেকে কিছু চান, সেটি আপনি পাবেনই। আজ নয় কাল ঠিকই পাবেন। তাই তাই এই মুহূর্তে আমি শুধুমাত্র ফাইনালের উপরেই মনোযোগ দিচ্ছি ২০১১ সালে কি হয়েছে সেই গুলি আমি আর মনে রাখতে চাইনা।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি – এর জন্য চোখুন HT Bangla – তে