টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ভারত অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এখন কিছুটা ফ্রন্টফুটে থাকলেও ম্যাচের রং প্রতিমুহূর্তে বদলে যাচ্ছে। অস্ট্রেলিয়ার বোলাররা ম্যাচের প্রথম ইনিংসে ভারতকে ২৪০ রানের মধ্যে আটকে দেয়। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে শুরুটা চাপের মুখে পড়ে অজিরা। অল্প রানের মধ্যেই পরপর উইকেট পড়তে থাকে অস্ট্রেলিয়ার তার মধ্যে একটি উইকেট পরে। ভয়ংকর হয়ে ওঠার আগে তাকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন ভারতের তারকা জোরে বোলার জসপ্রীত বুমরাহ। মার্শ আউট হওয়ার পরে বুমরাহর দিকে চোখ মারতে দেখা যায়।
এই বছরের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় বোলিং বিভাগকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন পরে চোট সারিয়ে ফিরে আসা জসপ্রীত। প্রায় প্রতিটি ম্যাচের শুরুর দিকে উইকেট নিয়ে বিপক্ষ দলের মেরুদন্ড ভেঙে দিয়েছেন তিনি। ফাইনাল ম্যাচেও তার অন্যথা হয়নি। ভারতীয় দল ২৪০ রানের আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতে প্রথম ঝাটকা দেন মহম্মদ শামি। এরপরেই মিচেল মার্চ ভয়ংকর হয়ে ওঠার আগে তাকে প্যাভেলিয়নের রাস্তা দেখে দেন এই মুম্বইকর। চার ওভার তিন বলের মাথায় অস্ট্রেলিয়ার ৪১ রানের সময়ে আউট হন মিচেল।
বুমরাহর বল বুঝতে না পেরে ব্যাটের কানায় খোঁচা খেয়ে উইকেটকিপার কেএল রাহুলের কাছে তালু বন্দি হয় বল। ১৫ বলে ১৫ রান করে ফিরে যান মিচেল। আউট হওয়ার পরে উদযাপনে মেতে উঠে গোটা ভারতীয় দল সহ মাঠে উপস্থিত সমর্থকরা। প্যাভিলিয়নের দিকে ফিরে যাওয়ার সময় মিচেল মার্শকে বুমরাহের দিকে তাকিয়ে চোখ মারতে দেখা যায়।
তিন উইকেট হারিয়ে ১৯৩ রানের ব্যাট করছে অস্ট্রেলিয়া। জিততে গেলে ৪৭ বলে ৮৬ রান দরকার অজি বাহিনীর। খুব বড় কিছু অঘটন না ঘটলে এবারও ভারতের হাতের সামনে থেকে কাপ ছিনিয়ে নিয়ে যাওয়ার দোরগোড়ায় অস্ট্রেলিয়া। তবে ক্রিকেট যে বড় অনিশ্চয়ন্তার খেলা। যেকোনও মুহূর্তে ম্যাচের মোড় ঘুরতে পারে। কিন্তু সেই পরিস্থিতি আর নেই। জয়ের গন্ধ পেতে শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। তবে ভারতের এমন পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতেই পারে। কারণ তারা গোটা টুর্নামেন্ট দুর্দান্ত খেলার পর এমন পারফরম্যান্স সত্যি অনেক প্রশ্নের সঞ্চার ঘটিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি – এর জন্য চোখুন HT Bangla – তে