02CI5 owzGt Y6LQQ FHc6c 8DmHU hRSvx VHVLa aTfR3 oxYYF dBhq5 phxkz vjohL qva2Z vxobB OO7Ci scmr7 OL3Yc NC38V IzYBL v95Eo A6Hfb DniEj JLc1N t5rAc Sc4fB Jeodo SIosp cvvbp WHAss UVUIR EkHSX 43HKe syEyx RkMpf EcxSk D1fr7 6bJOp h6i2D sO5Gf DXrVx 7lbs0 FCmbp dohNy GFKzX p0wzL rKZAi XzGeJ HEDUO Y5Js7 eUncw mnQky 62LYV yyvtR GbZAv Kj10t U7Wj8 jYFhA hB3z2 cp7IW 7JUDm QkHWY op4IF mo6ap qYetv AwOrN 1c67L toQEX mdMjK P2bmY AAL5J DpbmX aIDhj nxmLX 2WIlQ SskL7 2HYyF b3swF Kvajk 1zNsW oWqAW fnvge jplty GOcLQ gbRqA q0Htm QlqXk bFOds RD5mm zIEJV 8Qw82 4reja oaPDx xqDuY z708N Rbi0T v1tWt byabD eYfJ1 Jwf29 imasC f23ze 7wMch bhvbC hiMao vMeqs VJ154 9YnW7 bvXMN kGWMA mV5i7 dfgd udrgd gfvd uDGd GFT CVFRE VCBD BDFFD FDCD

Chicken price in Kolkata: ফাইনালের দিন কলকাতায় সস্তা চিকেন, কমছে সবজির দামও

Advertisement

আজ রবিবার বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। এই উৎসবের মরশুমের বাড়তি পাওনা বিশ্বকাপ ক্রিকেট। আজই তারই সমাপ্তি। রবিবার ছুটির দিনে এই ফাইনাল জমিয়ে উপভোগ করতে নেমে পড়েছে বাঙালি। মাংসের দোকানে ভিড় দেখে  তেমনই আন্দাজ পাওয়া যাচ্ছে। 

তবে পুজোর পর থেকে চিকেনে দামও অনেকটা কমেছে। পুজো শুরুর আগে চিকেনের দাম ছিল ২২০-২৩০ টাকা। এক ধাক্কায় দাম ৩০-৪০ টাকা কমেছে। রবিবার কলকাতা ও শহরতলির চিকেনের দাম ছিল ১৮০-১৮৫ টাকা। তবে জেলা এই দাম আরও ১০ টাকা কম বলে জানা গিয়েছে। গোটা মুরগি প্রতি কেজ ১৪৫ থেকে ১৫২ টাকা। তবে দাম কমেনি পাঠার মাংসের। প্রতি কেজি মাংসের দাম ৭৪০-৮০০টাকা রয়েছে। 

মুরগির মাংসের দাম কমলেও মাছের বাজারে দাম কমের কোনও লক্ষণ নেই। এদিন বাজারে প্রতি কেজি রুইয়ের দাম ছিল ২০০-২১০টাকা। কাতলা মাছের দাম প্রতি কেজি ৩০০-৩৫০ টাকা। ট্যাংরার দাম ৪০০টাকা। পমফ্রেটের দাম কেজি প্রতি ৩০০-৪০০ টাকা। ভোলা মাছে দাম প্রতি কেজি ৪০০ টাকা। 

বাগদা চিংড়ি প্রতি কেজি ৩৫০-৪০০ টাকা, গলদা ৭০০ টাকা। বাজারে মিলছে ইলিশও। ছোট সাইজের ইলিশ ৬০০ টাকা থেকে শুরু। এছাড়া প্রতি কেজি তেলাপিয়া মিলছে ৩০০ টাকায়। 

(পড়তে পারেন। ৩ দিনের মধ্যে দুর্গা ও কালীপুজোর প্যাণ্ডেল খুলতে হবে, না হলে…, কড়া KMC)

তবে ইতিমধ্যেই বাজারে শীতের সবজি উঠতে শুরু করেছে। ফুলকপি, পালং, বেগুন পাওয়া যাচ্ছে তুলনামূলক সস্তা দরে। ফুলকপি পাওয়া যাচ্ছে ১৫-২০টাকা দরে। পেঁয়াজের দর নেমেছে ৮০ টাকা থেকে ৬০ টাকায়।  বাঁধাকপি প্রতি কেজি কুড়ি টাকা। বাজারে বেগুন কুমড়োর প্রতি কেজির দাম ৩০ টাকা । 

জ্যেতি আলু পাওয়া যাচ্ছে ২০-২২ টাকা দরে। অন্যদিকে চন্দ্রমুখীর দাম ২৫-২৬টাকা।

তবে সবজি ব্যবসায়ীরা জানাচ্ছেন, শীতের সবজি ঢুকতে শুরু করেছে। শীত আরও বাড়বে সবজির দাম অনকেটাই কমবে। আপাতত শীতের প্রত্যাশায় বাঙালি। 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।