কোচ পালটেও ভাগ্য পালটাল না, দুর্বল তুরস্কের ৩-২ গোলে হার জার্মানি

Advertisement

শুভব্রত মুখার্জি:- জার্মানির সিনিয়র পুরুষ ফুটবল দলের জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না। ২০২২ কাতার বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। কয়েক মাস পরেই তাদের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে ইউরো কাপের আসর। তার আগে কোচও বদল করেছে তারা। হ্যান্সি ফ্লিকের বদলে দায়িত্ব নিয়েছেন জুলিয়ান নাগেলসম্যান। তবে কোচ বদলেও ভাগ্য বদলাতে পারল না তারা। এক ফ্রেন্ডলি ম্যাচে তুরস্কের কাছে তাদেরকে হারতে হল ৩-২ ব্যবধানে। যদিও তুরস্কের একটি গোল এসেছে পেনাল্টি থেকে। যে সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে।

১৮ নভেম্বর অর্থাৎ শনিবার এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তুরস্কের মুখোমুখি হয়েছিল জার্মান দল। সেই ম্যাচেই ৩-২ গোলে হারতে হয়েছে জার্মানিকে। তুরস্কের হয়ে ফার্দি কাদিওগ্লু, কেনান ইলদিজ এবং ইউসুফ সারি গোলগুলি করেছেন। জবাবে জার্মানির হয়ে কাই হাভার্টজ এবং নিকোলাস ফুলক্রুগ দুটি গোল করেন। নিজেদের ঘরের মাঠে এদিন পঞ্চম মিনিটেই এগিয়ে গিয়েছিল জার্মানি। ডি বক্সে সতীর্থের পাস ধরে নেন লিরয় সানে। দুই ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে তিনি পাস বাড়ান। যে বল পেয়ে যান হাভার্টজ। সেখান থেকে গড়ানো শটে বল গোলে পাঠান হাভার্টজ। ১৬ মিনিটে ফের গোলের সুযোগ পায় জার্মানি। নিজেদের অর্ধ থেকে দারুণ এক পাস বাড়ান ফ্লোরিয়ান রিটজ। সেই বল ও তুরস্কের ডি বক্সের বাইরে পান সানে। এগিয়ে আসা গোলরক্ষককে বোকা বানিয়ে সানের নেওয়া কোনাকুনি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

প্রথমার্ধে ৩৭ মিনিটের মাথায় তুরস্কের হয়ে গোল শোধ করে দেন কাদিওগ্লু। সতীর্থের বাড়ানো বল বাঁ প্রান্ত থেকে নিয়ন্ত্রণে করে প্রতিপক্ষের দুজনকে ডজ করে জোরাল এক শটে অসাধারণ এক গোল করেন ফেনের্বাচের লেফটব্যাক। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে তুরস্ককে এগিয়ে দেন ইলদিজ। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে জার্মানি। ৪৮ মিনিটে নিজেদের অর্ধে তুরস্কের ফুটবলারের পা থেকে বল কেড়ে নিয়ে ড্রিবলিং করে উঠে আসেন রিটজ। ফুলক্রুগকে পাস বাড়ান তিনি । তার পাস নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের এক ফুটবলারকে বোকা বানিয়ে গোল করে সমতা ফেরান জার্মানির হয়ে।

৭১ মিনিটে জয়সূচক গোলটি পেয়ে যায় তুরস্ক। পেনাল্টি থেকে দলের হয়ে জয়সূচক করেন সারি। উল্লেখ্য গত সেপ্টেম্বর হ্যান্সি ফ্লিক জার্মানির প্রধান কোচের চাকরি হারান। তাঁর স্থলাভিষিক্ত হন বায়ার্ন মিউনিখের প্রাক্তন কোচ নাগেলসম্যান। জার্মান জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে এটিই ছিল তাঁর প্রথম ম্যাচ। আর প্রথম ম্যাচেই হারের তেতো স্বাদ পেলেন ৩৬ বছর বয়সী এই কোচ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।