কুলগামে পাঁচ লস্কর–ই–তৈবার জঙ্গি নিকেশ, ভূস্বর্গে বড় সাফল্য পেল সেনাবাহিনী

Advertisement

জঙ্গি নিকেশে আবার বড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার বিকেল থেকেই জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি দমন অভিযান শুরু করেছিল ৩৪ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস, ৯ নম্বর প্যারা এলিট স্পেশাল ফোর্স, পুলিশ এবং সিআরপিএফের এক যৌথ বাহিনী। আজ, শুক্রবার কাশ্মীর পুলিশ জানিয়েছে, সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচজন লস্কর–ই–তৈবার জঙ্গি নিহত হয়েছে। সূত্রের খবর, এই অভিযান এখনও চলছে। ওই এলাকায় আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে খবর, নিহত জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার যখন সংঘর্ষ শুরু হয় তখন যৌথ বাহিনী জানিয়েছিল, জঙ্গিরা আদতে পাক অনুপ্রবেশকারী। কুলগামের ডিএইচ পোড়া এলাকায় সামনো পকেট গ্রামের এক বাড়িতে জঙ্গিরা আশ্রয় নেয়। সেখান থেকেই তারা অপারেশন চালাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস ওই এলাকা ঘিরে ফেলে। তখন রাত পর্যন্ত দু’‌পক্ষের গুলির লড়াই চলে।

এদিকে জঙ্গিরা যাতে কোনওভাবে পালাতে না পারে, তার জন্য পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছিল। রাতের অন্ধকারে গুলি চালানো বন্ধ করেছিল জঙ্গিরা। তবে সেখান থেকে এক ইঞ্চি সরে দাঁড়ায়নি সেনাবাহিনী ও পুলিশ কর্মীরা। শুক্রবার ভোর হতেই জঙ্গিরা এলাকা ছেড়ে পালাতে গেলে আবার গুলি বিনিময় শুরু হয়। তখনই অন্তত পাঁচ জঙ্গির মৃত্যু হয়। দু’‌দিন ধরে চলা এই অপারেশনে দফায় দফায় সংঘর্ষ চলে। সীমান্তে সম্পূর্ণ বরফ পড়ার আগে পাক মদতপুষ্ট জঙ্গিরা সীমান্ত পেরোনোর চেষ্টা করে। এই বছর তাদের বহু চেষ্টা ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন:‌ রামপুরহাট জংশনের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হচ্ছে, স্টেশন জুড়ে ক্লোজ সার্কিট ক্যামেরা

অন্যদিকে বুধবার উরি সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিদের একটি দল। সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেয় সেনাবাহিনী। বশির আহমেদ মালিক নামে জম্মু ও কাশ্মীরের এক বড় জঙ্গি নেতা–সহ দুই অনুপ্রবেশকারী জঙ্গিকে নিকেশ করা হয়। সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে এখানে দ্বিতীয়বার অনুপ্রবেশের চেষ্টা করল জঙ্গিরা। গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল লস্কর–ই–তৈবার শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের এক জঙ্গির। জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে কাঠোহলান এলাকা ঘিরে ফেলে অভিযান শুরু করে সেনাবাহিনী। তখন জঙ্গিরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে পাল্টা জবাব দেয় সেনাও।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।