তারকাদের এক মুহূর্তেও শান্তি নেই। কখনও তাঁদের পিছনে ছুটছে সাধারণ মানুষ আবার কখনও পাপারাৎজ্জি। রেস্তোরাঁয় খেতে বসে বন্ধুদের সঙ্গে খাবারের মজা নিচ্ছেন বরুণ ধাওয়ান। পাপারাৎজ্জির নজরে পড়তেই ক্যামেরা তাক করেন অভিনেতার দিকে। সেই ভিডিয়ো তুলে ছড়িয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে অভিনেতাকে একটি বিষয় নিয়ে খানিক অসন্তুষ্ট দেখাচ্ছিল।
ভিডিয়োতে দেখা গিয়েছে, বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় খেতে বসে খাবার উপভোগ করছিলেন বরুণ ধাওয়ান। সেই সময় এক পাপারাৎজ্জো শুধু বরুণের ছবিই তোলেননি বরং অভিনেতাকে খাবারের ভাগ দেওয়ার কথা বলেছেন। তখনই একটু ইতস্তত বোধ করে বরুণ বলেছেন, ‘এটা ভাগ দেওয়ার মতো জিনিস নয়’। অভিনেতা যে বিষয়টিতে অসন্তুষ্ট বোধ করেছেন, তা ভিডিয়ো দেখে বুঝতে পেরেছেন নেটিজেনরা। আরও পড়ুন: সবার সামনে ইমরানকে চুমু সলমনের, হতবাক ক্যাটরিনা! ‘টাইগার ৩’ ইভেন্টের Video Viral
বরুণের ভিডিয়ো দেখে একাংশ নেটিজেনের মন্তব্য, ওঁকে শান্তি মতো খেতে দাও। কারও মন্তব্য, এভাবে করলে যে কেউ অসন্তুষ্ট হবে। কেউ কেউ ভেবেছেন, পাপারাৎজ্জি আশা করেছিল বরুণ হয়তো তাঁকেও পিৎজ্জা খাওয়ার অফার দেবেন। চিত্র সাংবাদিকদের হুটোপাটির চোটে রেস্তোরাঁর মধ্যেও শান্তিতে খাওয়ার উপয়ায় নেই তারকাদের, বেজায় চটেছেন অভিনেতার ভক্তরা।
আগামীতে বরুণকে দেখা যাবে রুশো ব্রাদার্শের ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে। এই সিরিজে বরুণের জোড়িদার সামান্থা প্রভু। ‘সিটাডেল’-এর একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন প্রিয়ঙ্কা চোপড়া ও রিচার্ড ম্যাডেন। স্বাভাবিক ভাবেই, সামান্থা ও বরুণের জুটির কাছ থেকেও সেই প্রত্যাশা তৈরি হয়েছে অনুরাগীদের। তবে খবর, বরুণ ও সামান্থার মধ্যে নাকি কোনও অন্তরঙ্গ দৃশ্য থাকছে না ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে। শোনা যাচ্ছে, ভারতীয় ‘সিটাডেল’-এ সামান্থার চরিত্র নাকি প্রিয়ঙ্কার চরিত্রের থেকে একেবারেই আলাদা। লন্ডনে ‘সিটাডেল’-এর প্রিমিয়ারের সময় সেখানে বরুণের সঙ্গে উপস্থিত ছিলেন সামান্থা।