সুস্মিতা সেন বর্তমানে রয়েছেন সাফল্যের সপ্তম স্বর্গে। হিট হয়েছে তাঁর ওয়েব সিরিজ আরিয়া-র তৃতীয় সিজন। সঙ্গে শেষ রিলিজ তালি-তে বিশ্ব সুন্দরীর অভিনয়ও জিতে নিয়েছে সকলের মন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো প্রেমের ব্যাপারে কথা বলতে দেখা গেল তাঁকে।
১৯৯৪ সালে মিস ইন্ডিয়া জেতার পরে তিনি তার প্রথম প্রেমিক রজত তারার সঙ্গে সম্পর্ক শেষ করেছিলেন। অনেকেরই মত, সাফল্য পেয়ে আর পুরনো প্রেমকে সঙ্গে রাখতে চাননি। সুস্মিতা এই সাক্ষাৎকারে স্পষ্ট করেন যে, ব্রেকআপের সিদ্ধান্ত দুজনে আলোচনা করেই নিয়েছিলেন। এমনকী, এখনও একে-অপরের বন্ধু। শুধু তাই নয়, সার্বিয়ায় হওয়া রজতের বিয়েতেও নাকি ‘বেস্ট ম্যান’ হয়েছিলেন সুস্মিতাই।
‘রজত তারা। তিনি আসলেই একজন অসাধারণ মানুষ… আমি আসলে খুব খুশি যে সে আমার প্রথম প্রেমিক, কারণ হল এই মানুষটির উদারতা। তিনি একটি সুন্দরী ছোট্ট মেয়ের বাবা, আমি তার বিয়েতে ‘বেস্ট ম্যান’ হয়েছিলাম। একজন সার্বিয়ান ভদ্রমহিলাকে বিয়ে করেছেন। এই বিয়ের সবকিছুই অসাধারণ ছিল। আমি বিয়ের জন্য বেলগ্রেডে (সার্বিয়ার রাজধানী শহর) গিয়েছিলাম’, বলেন সুস্মিতা।
আরও পড়ুন: ‘মস্ত ঘটিবাটি…’, ডোনা আর মায়ের ঝগড়ায় কার পক্ষ নেন সৌরভ? অবাক জবাব দাদাগিরিতে
অভিনেত্রী আরও বলেন, ‘‘তারার মতো মানুষকে আপনি কখনোই ডাম্প করতে পারবেন না। আপনি কেবল মাঝে মাঝে এগিয়ে যান। আমি তাঁর থেকে এগিয়ে গিয়েছিলাম এবং সে তা বুঝতেও পেরেছিল। তিনি আমাকে বলেছিলেন, ‘আমি তোমার সাথে বসে স্বপ্ন দেখেছি মানে এমন নয় যে তোমাকে আমার সঙ্গেই শেষ করতে হবে। যাও এবং নিজের জীবন যাপন কর। আমরা বন্ধুই থেকে যাই।’ এখানে কোনও আক্ষেপ নেই। আজ অবধি, তিনিই সেই ব্যক্তি যাকে আমি ফোন করতে পারি নিশ্চিন্তে। তা সে বিশ্বের যেখানেই থাকুক না কেন। আর ঠিক বলবে ‘কেন বিরক্ত করছ? আসব নাকি’ উত্তরে।’’ আরও পড়ুন: ভাইয়ের বউয়ের সঙ্গে সূর্যর রোম্যান্স, কমল অনুরাগের ছোঁয়ার TRP! কী বলল দিব্যজ্যোতি
খবর রয়েছে, সুস্মিতা সেন বর্তমানে প্রেম করছেন প্রাক্তন রোমন শলের সঙ্গেই। ২০২১ সালের ডিসেম্বর মাসেই বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। এরপর ‘পলাতক’ ললিত মোদীর সঙ্গেও সম্পর্কে জড়ান। তবে তা ভেঙে যায় মাসখানেকের মধ্যেই। চলতি মাসেই রোমনের হাতে হাত দিয়ে সুস্মিতা গিয়েছিলেন এক দিওয়ালি পার্টিতে। দিন কয়েক আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই সময় প্রাক্তনের যত্ন নিয়েছিলেন রোমনই। সুস্মিতার দুই মেয়েও খুব ভালোবাসে রোমনকে।