বিশ্বকাপ ফাইনালের আগে নানা মেজাজে দেখা গেল রোহিত শর্মাকে। কখনও নিজে হাসলেন, বাকিদের হাসালেন। আবারও কখন রেগে আগুন হয়ে গেলেন। বিশ্বকাপ ফাইনালের আগে প্রথা মেনে শনিবার যখন সাংবাদিক বৈঠকে আসেন ভারতীয় অধিনায়ক, তখন সেইসব ঘটনা ঘটে। নিয়মমতো মিডিয়া ম্যানেজার যেমন পরিচিত দিয়ে থাকেন, সেরকমই দিচ্ছিলেন তিনি। তা শুনে হাসতে থাকেন রোহিত। তিনি বলেন যে সবাই চেনেন তাঁকে। তাই পরিচিতি দিতে হবে না। পরে আবার সাংবাদিক বৈঠকের মধ্যেই ফোন বেজে উঠতেই চূড়ান্ত রেগে যান। হাত নাড়িয়ে বিরক্তি প্রকাশ করেন।
বিন্দাস মুডে রোহিত
শনিবার সাংবাদিক বৈঠক শুরুর আগে ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার বলতে থাকেন, ‘আমাদের সঙ্গে আছেন….।’ আর তখনই রোহিত মজার ছলে বলে ওঠেন, ‘আরে সবকো মালুম হ্যা ইয়ার। চালু কর ভাই জলদি। (আরে সবাই জানে যে আমি কে, দ্রুত সাংবাদিক বৈঠক শুরু কর ভাই)।’ হাসতে-হাসতেই সেটা বলেন রোহিত। তারপর টেবিল বাজাতে থাকেন।
রোহিতের কথা শুনে আর কিছু বলেননি ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার। ভারতীয় অধিনায়ককে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন সাংবাদিকরা। যিনি শনিবার বিকেল ৫ টা ১০ মিনিট নাগাদ ভারতীয় দলের বাকি সদস্যদের সঙ্গে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আসেন। প্রথমে মাঠে চলে যান। পিচের একটা চক্কর মেরে আসেন। সেখান থেকে সোজা চলে আসেন সাংবাদিক বৈঠকে। তারপর ফের মাঠে ফিরে যান রোহিত।
রেগে আগুন রোহিত
সাংবাদিক বৈঠক শুরুর কিছুক্ষণ পর ভারতীয় দলের বোলিং লাইন-আপ নিয়ে একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন রোহিত। জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজদের প্রশংসা করছিলেন। তারইমধ্যে একজনের ফোন বেজে ওঠে। তাতেই তুমুল রেগে যান ভারতীয় অধিনায়ক। চোখে-মুখে একরাশ বিরক্তি নিয়ে রোহিত বলেন, ‘কেয়ার ইয়ার, বন্ধ রাখো ইয়ার (কী হচ্ছেস ফোনটা বন্ধ রাখ)।’ সেইসঙ্গে হাত নাড়িয়ে তুমুল বিরক্তি প্রকাশ করেন। তারপর কিছুটা নিজের রাগ নিয়ন্ত্রণ করেন রোহিত। নিজেকে সামলে নিয়ে ফের কথা বলতে শুরু করেন।
আরও পড়ুন: India’s practice session ahead of final: শিশির পড়ল? মাঠে হাত দিয়ে ‘টেস্ট’ দ্রাবিড়ের, ফাইনালের আগে অনুশীলনে নেই বিরাট
এমনিতে সাংবাদিক বৈঠক শুরুর আগেই আইসিসির প্রতিনিধি সতর্ক করে দিয়েছিলেন যে সকলে যেন নিজের ফোন সায়লেন্ট করে রাখেন। নাহলে সাংবাদিক বৈঠকের ক্ষেত্রে ছন্দপতন হয়। আর আগেও সাংবাদিক বৈঠকে এরকম বারবার ফোন বেজে উঠছিল। তাতে পুরো ছন্দ নষ্ট হয়ে গিয়েছিল। যা শুনে রোহিত হাসছিলেন।
আরও পড়ুন: Rohit vs Cummins: ‘আমাদের ৭ জন বিশ্বকাপজয়ী’, কামিন্সের কথায় রোহিতের পালটা ‘ওটা ৮ বছর আগে হয়েছিল’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি – এর জন্য চোখুন HT Bangla – তে