ICC CWC Final: বিশ্বকাপ ফাইনালে পন্টিংয়ের সঙ্গে ‘যুদ্ধ’ হতে পারে সৌরভ-, বোর্ড যেতে বলেনি ফাইনালে?

Advertisement

বিশ্বকাপের মেগা ফাইনাল শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বজয়ী দল অস্ট্রেলিয়া এবং দু’বারের বিশ্বজয়ী দল, তথা আয়োজক দেশ ভারত। এর আগে ফাইনালে দুই দেশ মুখোমুখি হয়েছিল ২০০৩ সালে এবং বড় ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। তবে ২০ বছর পর বদলা নেওয়ার সুযোগ পেয়েছে টিম ইন্ডিয়া। দুই দলই রয়েছে দারুণ ছন্দে। তবে এই ফাইনালে দর্শকদের জন্য থাকতে পারে বিশেষ চমক। একসঙ্গে কমেন্ট্রি বক্সে বসতে দেখা যেতে পারে দুই দলের প্রাক্তন অধিনায়ককে। তাৎপর্যপূর্ণভাবে দু’জনেই ছিলেন ২০০৩ বিশ্বকাপের অধিনায়ক। কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের শেষে মাঠে একসঙ্গে দেখা যায় দুই কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংকে। তারপরই শুরু হয় জল্পনা।

এই বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসাবে দেখা গিয়েছে প্রাক্তন অজি অধিনায়ককে তবে দেখা যায়নি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। যদিও সম্প্রচারকারী সংস্থার তরফ থেকে তাঁকে ধারাভাষ্যকার দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি জানিয়ে দিয়েছিলেন যে তিনি বিশ্বকাপে কমেন্ট্রি করবেন না। তবে জানা গিয়েছে শুক্রবার কমেন্ট্রি বক্সে এক সঙ্গে দেখা যেতে পারে দুই প্রাক্তন তারকা অধিনায়ককে। সম্ভাবনা রয়েছে ম্যাচ চলাকালীন তাঁদের কমেন্ট্রি করার। যদিও টিম ইন্ডিয়া প্রাক্তন অধিনায়কের ঘনিষ্ঠমহলের থেকে খোঁজ নিয়ে জানা গিয়েছে, কথা হয়েছে ঠিকই কিন্তু এখনও চূড়ান্ত কিছু হয়নি এবং সৌরভ হয়তো তাঁর সিদ্ধান্ত শনিবারই জানিয়ে দেবেন।

তবে ইতিমধ্যেই আমদাবাদে পৌঁছে গিয়েছেন মহারাজ। আইসিসির একটি বৈঠকে যোগ দেবেন তিনি। তবে এর মধ্যেই শোনা গিয়েছে, বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য বিসিসিআইয়ের তরফ থেকে তিনি কোনও আমন্ত্রন পাননি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সৌরভ গঙ্গোপাধ্যায় শুধু প্রাক্তন ভারত অধিনায়কই নন, তিনি প্রাক্তন বিসিসিআই সভাপতিও বটে। এমন ঘটনায় অবাক গোটা ক্রিকেট মহল। তবে আইসিসির পক্ষ্য থেকে তাঁকে আমন্ত্রন জানানো হয়েছে।

উল্লেখ্য, গ্রুপ পর্বের ম্যাচে প্যাট কামিন্স বাহিনীকে ৬ উইকেটে হারায় টিম ইন্ডিয়া। সৌজন্যে টিম ইন্ডিয়ার চেজ মাস্টার বিরাট কোহলি ও মিডিল অর্ডার ব্যাটার কেএল রাহুলের বড়ো পার্টনারশিপ, দ্রুত উইকেট পড়ে যাওয়ার পর। প্রথমে ব্যাট করে ১৯৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে রান তাড়া করতে নেমে দ্রুত তিনটি উইকেট হারায় টিম ইন্ডিয়া। কিন্তু বিরাট ও রাহুলের দুর্দান্ত ব্যাটিং এর উপর ভর করে ফিনিশ লাইন পার করে মেন ইন ব্লু। ইতিমধ্যেই দুই শিবির চূড়ান্ত প্রস্তুতি সেরে নিচ্ছে আহমদাবাদে। দর্শক এবং দুই দলের ক্রিকেটারদের সুরক্ষার কথা মাথায় রেখে, এই ম্যাচের জন্য আয়োজন করা হয়েছে কড়া নিরাপত্তার। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত ২০ বছর পুরনো বদলা নিতে পারে কিনা টিম ইন্ডিয়ার দাপুটে ক্রিকেটাররা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি – এর জন্য চোখুন HT Bangla – তে

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।