Bangladesh Election: অশান্তি করে নির্বাচন বানচালের চেষ্টা করলে রেয়াত নয়, কড়া বার্তা হাসিনার

Advertisement

বাংলাদেশে সাধারণ নির্বাচন ঘোষণার আগে থেকেই বিরোধীদল বিএনপি এবং সমমনস্ক দলগুলি বিক্ষোভ শুরু করেছে। নির্বাচন ঘোষণার পরও সেই প্রতিবাদ অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং নির্বাচনের নির্ঘণ্ট বাতিলের দাবিতে রবিবার থেকে ৪৮ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিএনপি। তার দলের দলের মনোনয় বিক্রির কর্মসূচিতে এসে বিক্ষোভাকারীদের উদ্দেশ্যে কড়াবার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লিগ কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ কার্যাক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তার পর তিনি বিক্ষোকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিক্ষোভকারীদের কোন মতে রেয়াত করা হবে না। নির্বাচন বানচালের চেষ্টা করলে ফল মারাত্মক হবে বলে তিনি সতর্ক করেন। 

যারা অশান্তি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন হাসিনা। তাঁর মতে, ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছে মানুষের অনেক সংগ্রাম আন্দোলনের ফলে। তা কেউ কেড়ে নিতে পারে না। হাসিনা মনে করিয়ে দেন, বঙ্গবন্ধুকে খুনের পর রাতে অন্ধকারে বন্দুকের নলের ডগায় ক্ষমতা দখল হয়। মানুষের ভোটাধিকার নিয়ে খেলা করা হয়েছিল।

এদিন দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনকে একতরফা বলে উল্লেখ করেছে বিএনপি। শনিবার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, রবিবার সকাল থেকে যে বনধ শুরু হচ্ছে তা শান্তিপূর্ণ ভাবে হবে। তারা এই বনধকে সফল করার জন্য সকলকে রাজপথে নামার আহ্বান জানিয়েছে। 

তাঁর অভিযোগ, সরকার বিরোধী দলকে দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩০২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। গত ২৮ অক্টোবর থেকে এই মামলায় এখনও পর্যন্ত ১৩ হাজার ২১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গোপালগঞ্জ ৩ আসন থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রধানমন্ত্রী। তিনি ইতিমধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করছেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়ার জন্য তিনটি আসন থেকে মনোনয়নের ফরম কিনেছেন বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। শনিবার তাঁর প্রতিনিধি আওয়ামী লিগ অফিস  থেকে এই মনোয়ন নিয়েছে। জানা গিয়েছে, অভিনেত্রী মাহিয়া মাহিও ভোটে দাঁড়াচ্ছেন।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।