Suvendu Adhikari: দাদাকে বলো! সমস্যায় পড়লেই ফোন করুন, নয়া হেল্পলাইন চালুর কথা ভাবছে বঙ্গ বিজেপি

Advertisement

দিদিকে বলো করে তাক লাগিয়ে দিয়েছিল তৃণমূল। কোথাও কোনও সমস্যায় পড়লেই দিদিকে বলোতে ফোন। এরপর সরাসরি মুখ্যমন্ত্রীও চালু হয়েছিল। তবে এবার কার্যত সেই কায়দায়তেই লোকসভা ভোটের আগে ময়দানে নামতে চলেছে বঙ্গ বিজেপি। রাজ্য়ের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় প্রকল্পের কাজ নিয়ে কোথাও কোনও সমস্যা রয়েছে কি না সেটা ফোনের মাধ্যমে জানানো যাবে। সেই সমস্য়া মেটানোর চেষ্টাও করা যাবে। কিন্তু ব্যাপারটা ঠিক কেমন হবে?

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কলসেন্টারের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। কেন্দ্রীয় প্রকল্পের কাজ নিয়ে কোথাও কোনও সমস্যা রয়েছে কি না সেটা জানানো যাবে ফোন করে। তবে এনিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। কেন্দ্রীয় প্রকল্প নিয়ে সমস্যা হলে সেটা কীভাবে বিজেপি মেটাবে সেটাও পরিষ্কার নয়।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকের মতে, এই ফোন আসলে একেবারে তৃণমূলস্তরে যোগাযোগ রাখার একটা বড় মাধ্যম।এই ফোনের মাধ্যমে গ্রামাঞ্চলে যোগাযোগ আরও বৃদ্ধি করার চেষ্টা করছে বিজেপি।

এদিকে শুভেন্দু অধিকারী ইতিমধ্য়েই এক্স হ্যান্ডেলে অভিযোগ করেছেন রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পকে নিজের বলে চালিয়ে দিচ্ছে। এনিয়ে তৃণমূল নেতাদের প্রশ্ন করার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছেন শুভেন্দু অধিকারী।

তবে তার সঙ্গেই কেন্দ্রীয় প্রকল্প নিয়ে অভাব অভিযোগ নিয়ে প্রশ্ন করার ব্যাপারে তিনি ইঙ্গিত দিয়েছেন। আসলে বিজেপি নেতৃত্ব বার বারই দাবি করেন কেন্দ্রীয় প্রকল্পের টাকাও নয়ছয় করে রাজ্য়ের তৃণমূল সরকার। সেকারণেই রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের নানা অব্যবস্থা। সেই সঙ্গেই নাম বদলের অভিযোগও ওঠে। তবে কি এবার সেই ক্ষোভকেই কাজে লাগাতে চাইছে বঙ্গ বিজেপি?

তবে বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে একের পর এক রাজ্যে ভোট হচ্ছে। এই ভোটের উপর অনেক কিছু নির্ভর করছে। সেক্ষেত্রে এই ভোট গেরুয়া শিবিরকে কতটা চাঙা করবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। তবে শেষ পর্যন্ত বিজেপির কলসেন্টার কতটা কার্যকরী হয় সেটাও দেখার।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।