Paul Douglas Frost: প্রাক্তন মাস্টারশেফ ফাইনালিস্টের ২৪ বছরের জেল! ১১ শিশুকে যৌন হেনস্থার অভিযোগ

Advertisement

বিখ্যাত রান্নার অনুষ্ঠান মাস্টারশেফ অস্ট্রেলিয়ার প্রতিযোগী পল ডগলাস শিশুদের যৌন নিপীড়নের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত পল ডগলাসকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে। পলের বিরুদ্ধে ১০ বছরেরও বেশি সময় ধরে ৪৩ বার ১১টি শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার সিডনি ডাউনিং সেন্টারের জেলা বিচারক সারাহ হুগেট পলকে এই সাজা দেন।

(আরও পড়ুন: ‘টাইগার ৩’ নিয়ে হতাশ হলমালিক! পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসা দেখানোই নাকি বিপদ ডাকল)

পলকে ২০১৯ সালে গ্রেফতার করা হয়েছিল এবং গ্রেফতারের পর চার বছর ধরে বিচার চলতে থাকে। সিডনি সাউথ ওয়েস্টে সাঁতারের কোচ থাকাকালীন পলের বিরুদ্ধে এই অপরাধগুলি করার অভিযোগ রয়েছে। তদন্তে জানা গিয়েছে যে পল ১৯৯৬ থেকে ২০০৯ পর্যন্ত শিশুদের যৌন নিপীড়ন করেছেন। সাজা দেওয়ার সময় বিচারক বলেন, অভিযুক্ত সাঁতারের প্রশিক্ষক থাকাকালীন শিশুদের মধ্যে এমন পরিবেশ তৈরি করেছিলেন, যাতে তিনি খোলাখুলি যৌনতা নিয়ে কথা পারেন এবং শিশুদের সঙ্গে অশ্লীল তামাশা করতেন। 

(আরও পড়ুন: কেন কমেডিয়ানদের অ্যাওয়ার্ড শোয়ের সঞ্চালক করা হয় না? কড়া কথা বললেন বীর দাস)

এছাড়া তিনি তিনি কথার মাধ্যমে শিশুদের বাবা-মাদের এমনভাবে প্রভাবিত করেন যে, তাঁর অপরাধ ১০ বছরের বেশি সময় গোপন থাকে। পলের বিরুদ্ধে ১০ বছর বয়সি শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে।

(আরও পড়ুন: রশ্মিকা-ক্যাটরিনার পরে এবার ডিপফেকের শিকার কাজল! পোশাক বদলানোর নকল ভিডিয়ো ভাইরাল)

পল মাস্টারশেফ অস্ট্রেলিয়ার একজন প্রতিযোগী ছিলেন। শোয়ের চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ ফাইনালে পৌঁছেছেন। ৪৮ বছর বয়সি ডগলাসকে অভিযুক্ত করার পরে ২০১৯ সালে তাঁর সিলভানিয়া বাড়িতে গ্রেফতার করা হয়েছিল। এর পরে তিনি নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ে চাকরি হারান। এবার তাঁকে ২০৪৭ সালের জুন পর্যন্ত কারাগারে থাকতে হবে এবং তার পরেই পল ছাড়া পেতে সক্ষম হবেন।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।