সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, তথা জনপ্রিয় সঙ্গীত পরিচালক, গীতিকার, কম্পোজার ইলাইয়ারাজার বায়োপিক আসছে। ভারতীয় ছবির গানের জগতে মূলত তামিল এবং তেলুগু ছবিতে তাঁর অবদান অবিস্মরণীয়। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা এই সঙ্গিতজ্ঞের বায়োপিক আসছে। আর সেখানেই নাম ভূমিকায় অভিনয় করবেন ধনুশ। ট্রেড অ্যানালিস্ট মনোবল বিজয়বালান জানিয়েছেন আগামী বছর থেকে এই ছবির কাজ শুরু হবে। ২০২৫ সালে মুক্তি পাবে এই ছবি, যদিও এখনও এটির নাম ঠিক করা হয়নি।
ইলাইয়ারাজার বায়োপিক
এক্স অর্থাৎ যা আগে টুইটার নামেই পরিচিত ছিল সেখানে মনোবল একটি পোস্ট করে লেখেন, ‘সঙ্গীতজ্ঞ ইলাইয়ারাজার অফিসিয়াল বায়োপিক ২০২৪ সালের অক্টোবর থেকে শুরু হবে। এই বহু প্রতীক্ষিত ছবির নাম ভূমিকায় থাকছেন ধনুশ। ২০২৫ সালের মাঝামাঝি মুক্তি পাবে এই ছবি।’
আরও পড়ুন: আলোর উৎসবে সৌম্যর বাহুডোরে রণিতা, সৌপ্তিকের সঙ্গে বিচ্ছেদ হতেই কি নতুন সম্পর্কে জড়ালেন?
আরও পড়ুন: ‘ও এত ফিট যে…’ বিরাটের বায়োপিকে কার অভিনয় করা উচিত? সেমি ফাইনালে এসে কী বললেন রণবীর?
ইলাইয়ারাজার সঙ্গে ধনুশের ছবি
মনোবল বিজয়বালান ইলাইয়ারাজার সঙ্গে ধনুশের একাধিক ছবিও পোস্ট করেন। সেখানে প্রথম ছবিতে দেখা যাচ্ছে ইলাইয়ারাজার পায়ের কাছে বসে আছেন ধনুশ। দুজনের পরনেই সাদা রঙের সাবেকি পোশাক। পরের ছবিতে ইলাইয়ারাজার পাশে ধনুশকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
কে এই ইলাইয়ারাজা?
হাজারটির বেশি ছবির জন্য গান তৈরি করেছেন ইলাইয়ারাজা। কম্পোজ করেছেন ৭০০০ এর বেশি গান। কুড়ি হাজারের বেশি কনসার্টে গান গেয়েছেন তিনি। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন। পেয়েছেন সঙ্গীত নাটক আকাদেমি অ্যাওয়ার্ড। ২০১০ সালে পদ্ম ভূষণ এবং ২০১৮ পদ্ম বিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।
কে কী বলছেন এই ছবির খবর জেনে?
এক ভক্ত এই পোস্টে লেখেন, ‘এটার জন্যই তো অপেক্ষা করে ছিলাম।’ আরেকজন লেখেন, ‘আর বা দুর্দান্ত খবর। এটা সেরা কাজ হতে চলেছে।’ ‘একজন লেজেন্ড আরেকজন লেজেন্ডের চরিত্রে অভিনয় করবেন’ মন্তব্য আরেকজনের।