David Beckham: মুম্বই ছাড়ার আগে শাহরুখের বাড়িতে ডেভিড বেকহ্যাম, মন্নতে ঢুকলেন চুপিচুপি

Advertisement

ফুটবলার ডেভিড বেকহ্যাম যে গত কয়েকদিন মুম্বইতে ছিলেন, তা আর কারওরই অজানা নেই। তবে শুক্রবারই তিনি শহর ছাড়েন। মুম্বই এয়ারপোর্টে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দিও হন। তবে জানেন কি, বিমান ধরার আগে একটা বিশেষ কাজ করে ফেলেছেন। আর তা হল শাহরুখ খানের বাড়িতে পার্টি। তাঁর গাড়িকে মন্নতে প্রবেশ করতেও দেখা গিয়েছিল।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে ক্যাজুয়াল পোশাকে চুপিচুপি মন্নতে প্রবেশ করেন বেকহ্যাম। সেই সময় একাধিক লাক্সারি গাড়ি ঢুকতে দেখা যায় শাহরুখ খানের বাংলোতে। যা দেখে ধারণা করা যায় বেকহ্যামের জন্য ব্যক্তিগত পার্টি রেখেছিলেন শাহরুখ খান। তবে অন্দরের ছবি এখনও সামনে আসা বাকি।

শাহরুখ কিন্তু একা নন, যিনি বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন বেকহ্যামকে। এই তালিকায় নাম আছে বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তাঁর বিজনেস ম্যান বর আনন্দ আহুজার। এমনকী সোনমের বাড়িতে যাওয়ার আগে একসঙ্গে বসে একটি ম্যাচও দেখেন ডেভিড আর আনন্দ।

পার্টিতে উপস্থিত ছিলেন বহু বলিতারকা। যার মধ্যে নাম রয়েছে মালাইকা অরোরা, অর্জুন কাপুর, সঞ্জয় কাপুর, শানায়া কাপুর, মাহিপ কাপুর, কারিশ্মা কাপুর, স্ত্রী মীরা রাজপুতের সঙ্গে শাহিদ কাপুর, রীতেশ সিধওয়ানি, ইশা আম্বানি এবং তাঁর ভগ্নিপতি শ্লোকা আম্বানি, স্ত্রী শিবানী আখতারের সঙ্গে ফারহান আখতার ছিলেন। আদিত্য ঠাকরেকেও আসতে দেখা যায় পার্টিতে।

আরও পড়ুন: গলায় সরস্বতী! ইন্ডিয়ান আইডলে শ্রেয়ার গলায় দিওয়ানি মস্তানি শুনে কেঁদে ফেলল বিশাল

এছাড়াও, ডেভিড বেকহ্যাম মুম্বাইয়ের মেটা অফিসে কথোপকথনের জন্য অভিনেতা সারা আলি খানের সঙ্গে যোগ দেন। সারার ভাই ইব্রাহিম আলি খান যিনি তার বলিউড ডেবিউর অপেক্ষায় আছেন, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। তাঁকেও কথা বলতে দেখা যায় বেকহ্যামের সঙ্গে।

আরও পড়ুন: মা-বাবার ‘রাজকন্যা’ আরাধ্যার বয়স হল ১২, ভালোবাসার বার্তা অভিষেক-ঐশ্বর্যর

ডেভিড বেকহ্যামকে শেষ দেখা গিয়েছিল নেটফ্লিক্সের ডকুসিরিজ বেকহ্যামে। শোটি একজন ফুটবল খেলোয়াড় হিসেবে তাঁর জীবন এবং কর্মজীবন তুলে ধরেন। এটিতে সুপারমডেল এবং তাঁর স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামও ছিলেন। কীভাবে তাঁদের দেখা হয়েছিল এবং তাদের সম্পর্ক গোপন রেখেছিলেন সকলের থেকে, তাও ভাগ করে নেন।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।