‘থার্ড-ক্লাস’ বায়ুসেনা চালানোর জন্য একটা সময় ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেছিলেন। রাশিয়ার সেই প্রাক্তন বায়ুসেনা অফিসারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম নিউজ উইকের প্রতিবেদনে। ওই প্রতিবেদন অনুযায়ী, সূত্র উদ্ধৃত করে রাশিয়ার সংবাদসংস্থা আরআইএ নভোস্তিতে জানানো হয়েছে যে বুধবার নিজের বাড়ি থেকেই লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির সিভিরিদোভের (৬৮) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর দেহের পাশে এক মহিলারও মৃতদেহ পড়েছিল। ওই মহিলার পরিচয় এখনও জানা যায়নি বলে আরআইএ নভোস্তিকে উদ্ধৃত করে জানিয়েছে ওই মার্কিন সংবাদমাধ্যম। যদিও অপর একাধিক রিপোর্ট অনুযায়ী, ওই মহিলা আদতে প্রাক্তন বায়ুসেনা অফিসারের স্ত্রী। বিষয়টি নিয়ে রাশিয়ার তরফে অবশ্য সরকারিভাবে মুখ খোলা হয়নি। ওই মার্কিন সংবাদমাধ্যমের দাবি, বিষয়টি নিয়ে রাশিয়ার বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে।
এমনিতে প্রাক্তন বায়ুসেনা অফিসার ও মহিলার মৃত্যুর ক্ষেত্রে প্রাথমিকভাবে সন্দেহভাজন কিছু মেলেনি বলে ওই মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার সংবাদসংস্থাকে জানানো হয়েছে যে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আপাতত সন্দেহভাজন কিছু মেলেনি। আবার রাশিয়ার আধিকারিকদের উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে দাবি করা হয়েছে যে গ্যাস পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা ইতিমধ্যে তথ্য সংগ্রহ করেছেন। আপাতত কোনও বিপজ্জনক উপাদান চিহ্ন মেলেনি বলে রাশিয়ার আধিকারিকদের উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
কী নিয়ে পুতিনদের ‘সমালোচনা’ করেছিলেন প্রাক্তন বায়ুসেনা অফিসার সিভিরিদোভ? ওই মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টেক অফ নামে রাশিয়ার একটি ম্য়াগাজিনে সাক্ষাৎকারের সময় বিস্ফোরক অভিযোগ করেছিলেন সিক্সথ এয়ার ফোর্স এবং এয়ার ডিফেন্স ফোর্সেস আমির প্রাক্তন কম্যান্ডার। মেট্রোর প্রতিবেদন অনুযায়ী, ‘যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে একজন পাইলটকে প্রতি বছর প্রায় ১০০ ঘণ্টা বিমান ওড়াতে হয়। কিন্তু সেটা হচ্ছে না। এখন গড় সময় ২৫-৩০ ঘণ্টার মতো থাকছে।’
আরও পড়ুন: Russia: বান্ধবীকে ১১১বার ছুরি মেরে খুন করেছিল যুবক,তাকেও ক্ষমা করলেন পুতিন, কেন জানেন?
একাধিক রিপোর্ট অনুযায়ী, অপর একটি সাক্ষাৎকারে রাশিয়ার প্রাক্তন বায়ুসেনা অফিসার অভিযোগ করেছিলেন যে সম্পূর্ণভাবে প্রশিক্ষিত পাইলটদের নিয়োগ করা যায় না। কারণ সেরকম কোনও পাইলট থাকে না আর। সেজন্যই মিলিটারি অ্যাকাডেমিতে ‘থার্ড ক্লাস’ পাইলটদের পাঠানো হচ্ছে বলে দাবি করেছিলেন ওই প্রাক্তন বায়ুসেনা অফিসার। যিনি সিক্সথ এয়ার ফোর্স এবং এয়ার ডিফেন্স ফোর্সেস আর্মির কম্যান্ডার ছিলেন।
আরও পড়ুন: Ukraine Army Commander in Chief: জন্মদিনে বন্ধু দিল গ্রেনেড ‘উপহার’, বিস্ফোরণ কাড়ল ইউক্রেনের সেনার কমান্ডার-ইন-চিফ