দিনকয়েক আগে ছিল শিশুদিবস। আর তার পর গেল ভাইফোঁটা। আর এই দুই বিশেষ দিনে অনেকে তারকাই ছোটবেলার ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। কেউ একা, কেউ বন্ধুদের সঙ্গে তো কেউ ভাইবোনের সঙ্গে।
খুদে বয়সের ছবি দিলেন এক টলিউড তারকাও। অভিনেতা তো বটেই, রিয়েলিটি শো-র সঞ্চালনাতেও নাম কামিয়েছেন। মহিলা ভক্তদের সংখ্যা যে কত, তা হয়তো হিসেব কষে বলা মুশকিল। যদিও প্রেমিকা একজন আছেই। যার সঙ্গে দীর্ঘ ১১ বছরের সম্পর্ক। খুব জলদি বিয়েও করার কথা তাঁদের। তবুও তিনি যখনই আসেন, ঝড় তোলেন নারী হৃদয়ে। আরও পড়ুন: বিগ বসের ঘরে প্রেগন্যান্সি টেস্ট করালেন অঙ্কিতা, মা হচ্ছেন সুশান্তের প্রাক্তন?
আজকাল তো শরীরচর্চাতেও বেশ মন দিয়েছেন। পেটানো চেহারা, অ্য়াবস ফ্লন্ট করার সুযোগও ছাড়েন না। শিশুদিবসে ছবিদুটি শেয়ার করে নিয়েছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার জীবনের সেই সব মুহূর্ত যে সময় মস্তিষ্ক ছিল চাপ মুক্ত। হৃদয় ছিল আরো পরিষ্কার। শত্রু ছিল শূন্য । চাহিদা ছিল কম। যাই হোক বলো ত প্রথম ছবিতে আমি কোনটা?? বড় বয়সে যারা আমাকে খালি গায়ে দেখেছে তারা বাদ দিয়ে।’
চলুন দেখে নেওয়া যাক অভিনেতার শেয়ার করা ৩টি ছবি-
এই পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার। বাথটবের একদম সামনে বসে থাকা খুদেটি তিনিই। যার গলায় সোনার চেন। তখনের হাসির সঙ্গে এখনের হাসিরও কিন্তু বেশ ভালো মিল রয়েছে। এক নেটনাগরিক মন্তব্য করলেন, ‘হাসিটাই তোমায় চিনিয়ে দিল। কী মিষ্টি।’ আরেকজন লিখলেন, ‘হাসি দেখেই তো বোঝা যাচ্ছে। সামনের জন।’
আরও পড়ুন: ভাইফোঁটা ফিরিয়ে দিল হারানো ছেলে! কোয়েলের জন্য সন্তানকে পেল মুর্শিদাবাদের পরিবার
দ্বিতীয় ছবিতে ছোট্ট অঙ্কুশ পরে আছেন লাল শার্ট। তারপরের ছবিটি একটু বড় বয়সের। পরনে জিন্সের শার্ট।
সদ্য শেষ হয়েছে ডান্স বাংলা ডান্স। যেখানে সঞ্চালকের দায়িত্ব সামলেছেন তিনি। বড় পর্দায় শেষ আসেন বিবাহ অভিযান ছবিতে। যা মোটামুটি ভালোই ব্যবসা করে বক্স অফিসে। এরপর আসছে কুরবান। যেখানে অঙ্কুশের বিপরীতে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার। ২৪ নভেম্বর বিগ স্ক্রিনে আসছে সেই সিনেমা।
চলতি বছরেই বিয়ের কথাও রয়েছে অহ্কুশের। প্রেমিকা ঐন্দ্রিলা সেনের বিপরীতে চলতি বছরেই মুক্তি পেয়েছিল ‘লাভ ম্যারেজ’ ছবিখানা। আর সেটি মুক্তির সময়তেই অ্কুশ বলেছিলেন, ১১ বছর ধরে চলে আসা প্রেমকে এবার নতুন নাম দেবেন। ২০২৩ সালে আইনি বিয়েটা সেরে নেবেন। আর ২০২৪ কিংবা ২৫-এ হবে সামাজিক বিয়েটা।