বক্স অফিসে পাঁচদিনে কেমন ফল করল সলমনের টাইগার ৩? এই প্রশ্নের একশব্দে জবাব দেওয়াটা বেশ কঠিন! দিওয়ালিতে মুক্তি পাওয়া বলিউড ছবির মধ্য়ে প্রথম দিন আয়ের নিরিখে এক নম্বরে ছিল টাইগার ৩। দেশের বক্স অফিসে প্রথম দিন ৪৪.৫ কোটি টাকার ব্যবসা হাঁকায় এই ছবি। দ্বিতীয় দিন সেই আয় লাফিয়ে বেড়েছিল। কিন্তু তারপর থেকেই ক্রমাগত নিম্নমুখী ছবির আয়। আরও পড়ুন-তিন নম্বর দিনেই ‘ফুস’ ভাইজান ম্যাজিক! এক ধাক্কায় কমল সলমনের টাইগার ৩-র আয়
টাইগার ৩’ নিয়ে প্রত্যাশার পারদ শুরু থেকেই ছিল তুঙ্গে। ১০০০ কোটিকে বেঞ্চমার্ক করে লড়াইয়ে নেমেছিলেন ভাইজান, তবে পাঁচদিন কাটতে না কাটতেই অশনি সংকেত। পঞ্চম দিনে ভারতে ছবির আয় দাঁড়াবে মাত্র ১১ কোটির আশেপাশে। বক্স অফিসের প্রাথমিক ট্রেন্ড বলছে পঞ্চম দিনে দেশের বক্স অফিসে টাইগার ৩-র ব্যবসা থাকবে ১১ কোটির আশেপাশে। চারদিনে দেশের বক্স অফিসে ১৬৯ কোটি (নেট) আয় করেছে টাইগার ৩। সুতরাং বৃহস্পতিবারের আয়ে ভর করে ১৮০ কোটির গণ্ডি পার করবে এই ছবি।
এই কালেকশন এক কথায় তাক লাগানোর মতো। কিন্তু সাম্প্রতিক সময়ে শাহরুখের ‘পাঠান’, ‘জওয়ান’ কিংবা সানি দেওলের গদর ২-এর কথা মাথায় রাখলে হতাশ হবেন ভাইজান। এই তিনটি ছবিই দেশের বক্স অফিসে ৫০০ কোটির গণ্ডি পার করেছে। তবে টাইগার ৩-র আয়ের গতি বলছে ৩০০ কোটির গণ্ডি পার করতেই বেগ পাবে এই ছবি।
দেশের বক্স অফিসে পাঁচ দিনে মোট আয় এক নজরে-
পাঠান- ২৮০.৭৫ কোটি টাকা
জওয়ান- ৩১৬.১৬ কোটি টাকা
গদর ২- ২২৯ কোটি টাকা
টাইগার ৩- ১৮০ কোটি টাকা (আনুমানিক)
এই তালিকা থেকেই স্পষ্ট পাঁচদিনের আয়ের নিরিখে পাঠানের সঙ্গে প্রায় ১০০ কোটির ব্যাবধান টাইগার ৩-র। জওয়ানের চেয়ে আয়ের গ্যাপ আরও বেশি। এমনকি সানি দেওলের থেকেও পিছিয়ে রয়েছেন সলমন।
শুধু দেশের মার্কেটেই নয়, বিশ্ব বক্স অফিসের লড়াইয়েও শাহরুখের চেয়ে অনেকখানি পিছিয়ে সলমন। চারদিনে বিশ্ব বক্স অফিসে ছবির গ্রস কালেকশন দাঁড়িয়েছে ২৭১.৫০ কোটি। এদিন যশরাজ ফিল্মসের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘গ্লোবাল বক্স অফিসে ২৭১.৫০ কোটি টাকা আয় করে ফেলেছে টাইগার ৩। বক্স অফিসে রাজত্ব করছে টাইগার’।
টাইগার ৩-র সঙ্গে ৬ বছর পর অবিনাশ রাঠোর ওরফে ভারতীয় গুপ্তচর টাইগারের চরিত্রে ফিরেছেন সলমন। সঙ্গী ‘জোয়া’ ক্যাটরিনা। ভিলেনের ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি। পরিচালকের আসনে মণীশ শর্মা। টাইগার ফ্রাঞ্চাইসির তিন নম্বর ছবি এটি। ছবির অন্যতম আকর্ষণ শাহরুখের ক্যামিও।