Jaynagar Murder: জয়নগরে TMC নেতা খুনের ৭২ ঘণ্টা পর গ্রেফতার মূল অভিযুক্ত CPIM নেতা

Advertisement

জয়নগরে তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর খুনের ৭২ ঘণ্টা পর মূল অভিযুক্ত CPIM নেতা অনিসুর লস্করকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিহার নদিয়ার রানাঘাটে তল্লাশি চালিয়ে আনিসুরকে গ্রেফতার করে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। সঙ্গে ৪ জনকে আটক করেছেন তদন্তকারীরা। ধৃতদের বারুইপুর পুলিশ সুপারের অফিসে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। তবে পরিবার ও CPIM-এর দাবি, আনিসুর নির্দোষ।

গত সোমবার ভোরে সইফুদ্দিন খুন হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আনিসুরের বাড়িতে ভাঙচুর ও লুঠপাট চালায় তৃণমূল দুষ্কৃতীরা। আনিসুরের স্ত্রী দাবি করেন, সকালে স্বামী বাড়িতেই ছিলেন। পুলিশ আসতে দেখে পালিয়েছেন। তার পর থেকেই আনিসুরের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। পুলিশের দাবি, এই ঘটনায় ধৃত সাহারুল আনিসুরের নাম নিয়েছে।

পুলিশ সূত্রে খবর, মোবাইলের টাওয়াল লোকেশন ট্র্যাক করে বৃহস্পতিবার রানাঘাট থেকে আনিসুরকে গ্রেফতার করে পুলিশ। সঙ্গে হরিণঘাটা, চাকদা ও রানাঘাটের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে আরও ৪ জনকে গ্রেফতার করে তারা।

গ্রেফতারির পর আনিসুরকে বারুইপুর পুলিশ সুপারের অফিসে নিয়ে যাওয়া হয়েছে। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ২।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।