বুধবার মায়ানগরীতে বেকহ্যাম জ্বর। যাঁর ফ্রি কিকে মুগ্ধ গোটা বিশ্ব, সেই তারকা ফুটবলার ওয়াংখেড়েতে হাজির ছিলেন কোহলি-বিরাটদের ম্যাচ দেখতে। সেই ম্যাচ দেখে সোনম কাপুরের হোস্ট করা পার্টির মধ্যমণি তিনি, তাঁকে জড়িয়ে ছবি তুলেছেন করিশ্মা কাপুর, মালাইক আরোরারা। দিনভর সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল।
বলি তারকাদের ভিড়ে পিছিয়ে থাকল না টলিউডও। বৃহস্পতিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে ডেভিড বেকহ্যামের সঙ্গে ছবি দিলেন নীল। সঙ্গে শেয়ার করলেন একটি ভিডিয়ো। কেমন ছিল মুম্বইতে ডেভিড বেকহ্যামের সঙ্গে সাক্ষাতের মুহূর্ত? প্রশ্ন শুনেই উত্তেজিত নীল। কিংবদন্তির সঙ্গে সাক্ষাতের ঘোর কাটেনি তা স্পষ্ট। হিন্দুস্তান টাইমস বাংলাকে জানালেন, ‘অসাধারণ অভিজ্ঞতা। উনি একজন লিভিং লেজেন্ড, ওয়ার্ল্ড আইকন। ইন্ডিয়ার সবথেকে ভালো কনটেন্ট ক্রিয়েটারদের মেটার তরফে ডাকা হয়েছিল, ডেভিড বেকহ্যামের সঙ্গে মিট অ্যান্ড গ্রিটের জন্য’।
বাংলা মিডিয়াম-এর নায়ক জানান, ‘সারা আলি খানের সঙ্গে ওঁনার একটা সাক্ষাৎকার হল। সেটা আমরা সবাই খুব ক্লোজলি দেখলাম। এরপর সবার সঙ্গে ছবি তোলার পর্ব চলল।’
নীলের ভিডিয়োয় মন্তব্যের বন্যা। শন বন্দ্যোপাধ্যায়, সৌমজিৎ আদকরা অভিনন্দন বার্তা জানিয়েছেন নীলকে। অনুরাগীরা বলছেন, ‘দাদা তুমি সত্যি লাকি’।
ফুটবলের পাশাপাশি ক্রিকেটেরও চরম ভক্ত নীল। ইডেনে টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটাতে দেখা গিয়েছে তাঁকে। রবিবার বিশ্বকাপ ফাইনালের দিকে তাকিয়ে রয়েছেন নীল। বললেন, ‘এবারের বিশ্বকাপ ভারতই পাবে, পুরোপুরি’।
গত মাসেই শেষ হয়েছে ‘বাংলা মিডিয়াম’। ইতিমধ্যেই নীলকে ছোটপর্দায় মিস করছে অনুরাগীরা। তবে এখনই কামব্যাকের পরিকল্পনা নেই তাঁর। জানালেন, ‘এখন নিজেকে একটু বেটার করার। একটু শেখার অনেককিছু যা শেখা হয়নি। একটু শিখে, নিজেকে একটু বেটার করে তারপর আবার ফিরতে চাই’।