Shubman-Sara: বিশ্বকাপে শুভমন-সারাতেই মন ক্যামেরাম্যানের, কাণ্ড দেখে নেটিজেনরা বলছেন, ‘আগে অ্যাওয়ার্ড শো-তে কাজ করত…’

Advertisement

বিশ্বকাপের ম্যাচেও প্রেমের ছোঁয়া! ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচে কী এমন ঘটল সারা তেন্ডুলকর এবং শুভমন গিলের মধ্যে যে হেসে হেসে কূলকিনারা পাচ্ছেন না নেট নাগরিকরা? না না, তেমন কিছুই নয়। শুভমন যতবার ছক্কা হাঁকাচ্ছেন বা চার মারছেন ততবার ক্যামেরাম্যান সারা তেন্ডুলকরের উপর ক্যামেরা ফোকাস করছেন।

আইসিসি ওয়ার্ল্ড কাপে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে কী হয়েছে?

এদিন ভারত আগে ব্যাট করতে নামে। মাঠে নেমে শুভমন গিল যতবার চার বা ছয় মারছেন ততবার জায়েন্ট স্ক্রিনে সারা তেন্ডুলকরকে দেখানো হচ্ছে। এমনই ভারতের ম্যাচ থাকলে দর্শকরা সেখানে গিয়ে গিলের সঙ্গে মজা করেন। ‘হামারি ভাবি ক্যায়সি হো সারা ভাবি জ্যায়সি হো’ বলে স্লোগান দিতেও দেখা যায়। তাই এদিন যখন বারবার সারাকে দেখানো হচ্ছিল তখন সবাই সেটা দেখে ভারী মজা পেয়েছেন।

আরও পড়ুন: আলোর উৎসবে সৌম্যর বাহুডোরে রণিতা, সৌপ্তিকের সঙ্গে বিচ্ছেদ হতেই কি নতুন সম্পর্কে জড়ালেন?

আরও পড়ুন: ‘ও এত ফিট যে…’ বিরাটের বায়োপিকে কার অভিনয় করা উচিত? সেমি ফাইনালে এসে কী বললেন রণবীর?

এক ব্যক্তি মশকরা করে লেখেন, ‘এখানে যে ক্যানেরম্যান কাজ করছেন তিনি আগে ফিল্মফেয়ারে কাজ করতেন। তখন স্টেজে অমিতাভ বচ্চন উঠলেই রেখাকে দেখাতেন। আর এখন শুভমন বাউন্ডারি হাঁকালেই সারাকে দেখাচ্ছেন।’

কে কী বলছেন?

অনেকেই তাঁর এই পোস্টে মজা পেয়েছেন। এক ব্যক্তি লেখেন, ‘শুভমন স্ট্রেট ড্রাইভ খেলছেন, সচিন ওঁর জন্য হাততালি বাজাচ্ছেন, ক্যামেরাম্যান সারাকে দেখাচ্ছেন। ভীষণই পারিবারিক একটা পরিবেশ তৈরি হয়ে আছে।’ কেউ আবার লেখেন, ‘ক্যামেরাম্যান রোহিতের থেকেও বেশি অ্যাগ্রেসিভ যা দেখছি।’ ‘ওঁরা সব ইকুয়েশন জানেন। বললে হবে?’ মন্তব্য আরেকজনের। কেউ আবার লেখেন, ‘হ্যাঁ, ক্যামেরাম্যান খালি অনুষ্কা, সারা এবং অন্যান্য তারকাদের দেখিয়ে যাচ্ছেন। উনি ভুলে গেছেন উনি ক্রিকেট কভার করতে এসেছেন।’

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।