Lilly Singh Diwali: LA-এর বাড়িতে লিলির ল্যাভিশ দীপাবলি পার্টি, হাজির সঙ্গীত জগতের বিরাট তারকারা

Advertisement

টেলিভিশন এবং ইউটিউব পার্সোনালিটি লিলি সিং। প্রতি বছরের মতো এ বছরও লস অ্যাঞ্জেলেসের বাড়িতে দীপাবলি পার্টির আয়োজন করেছিলেন লিলি। পার্টিতে যোগ দিয়েছেন বলিউডের একগুচ্ছ তারকা। টেরি ক্রুস, জে শন, নোরা ফাতেহি, গুরু রানধাওয়া, মিন্ডি কালিং, রুবি রোজ, ট্যান ফ্রান্স, ভিক্টোরিয়া জাস্টিস এবং তেশারের মতো পরিচিত মুখরা যোগ দিয়েছেন লিলির পার্টিতে।

ডিজাইনার জুটি ফাল্গুনি শেন পিকক কালেকশনের তৈরি করা এথেনিক আউটফিটে এ দিন ধরা দেন লিলি। দীপাবলি পার্টির একগুচ্ছ ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন তিনি। নেটফ্লিক্স শো ‘নেভার হ্যাভ আই এভারে’র অভিনেত্রী পূর্ণা জগন্নাথন এবং রিচা মুরজানি লিলির পার্টি ভিডিয়োতে ড্যান্স ফ্লোরে ফাটিয়ে নেচেছেন। হলিউড অভিনেতা রুবি রোজও দীপাবলির উৎসবে মন খুলে নেচেছেন। আরও পড়ুন: মুম্বইয়ে সাগরমুখী বাংলোয় দীপাবলি সেলিব্রেশন, হলুদ লেহেঙ্গা পরে ছবি দিলেন ক্যাটরিনা

দীপাবলি পার্টির ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করে লিলি লিখেছেন, ‘ভালোবাসা এবং আলো ২০২৩। ভালোবাসা এবং আলোয় ঘিরে থাকা মানুষদের নিয়ে দীপাবলি সেলিব্রেশন। কারণ আগের তুলনায় এসব বেশি প্রয়োজন আমাদের। অনেক প্রতিভাবান মানুষ আছেন যারা জীবনটা এমন ভাবেই বাঁচতে পছন্দ করেন’।

পার্টিতে প্রচুর স্ট্রিং লাইট সহ সাদা ফুলেল সাজসজ্জা করা। এরিয়াল ড্যান্সারদেরও দেখা গিয়েছে। খাবারের মধ্যে এশিয়ান এবং ভারতীয় খাবারের পাশাপাশি সি ফুডও প্রচুর মিষ্টি রয়েছে। তিনি আরও লিখেছেন, ‘পার্টির শেষে অনেকে আমাকে টেক্সট করেছিল ‘আপনার পরিবার এবং বন্ধুরা খুব উষ্ণ এবং স্বাগত জানায়’।

লিলি দীপাবলি পার্টি থেকে অভিনেতা-নৃত্যশিল্পী নোরা ফাতেহির সঙ্গেও ছবি পোস্ট করেছেন। এ দিন সবুজ এথেনিক আউটফিটে দেখা গিয়েছে নোরাকে। সেলিব্রিটি অতিথি যেমন মিন্ডি কালিং, গুরু রানধাওয়া এবং আরও অনেকের সঙ্গে ছবি পোস্ট করেছেন লিলি।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।