জম্মু ও কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত অন্তত ৩৮। আরও অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা। আজ সকালের দিকে কিশতওয়ার থেকে জম্মুতে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। সেই বাসটি দোদা জেলায় খাদে পড়ে যায় বলে জানা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২৫০ মিটার নীচে গড়িয়ে পড়ে যাত্রীবাহী বাসটি। এই পরিস্থিতিতে বাসে থাকা অনেক যাত্রীর মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের দোদা জেলার ত্রঙ্গলের পাশে অসসার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। (আরও পড়ুন: ‘আমি নড্ডার সচিব’, ২ লাখ গায়েব বাংলার BJP বিধায়কের, গুজরাটে গ্রেফতার ২)
এদিকে দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় প্রশাসনের কর্তা, পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই দুর্ঘটনার জেরে অন্ততপক্ষে ২০ জন যাত্রীর মৃত্যু হয়ে থাকতে পারে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কাও করা হচ্ছে। তবে সরকারি ভাবে দুপুর ১টা পর্যন্ত মৃতের সংখ্যা প্রকাশ করা হয়নি প্রশাসনের তরফ থেকে। পরে ২টো নাগাদ জানা যায়, অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এই আবহে উদ্ধারকাজ জারি রয়েছে। এদিকে পাহাড়ের থেকে খাদটা খাড়া হয়ে নেমে যাওয়ায় উদ্ধারকাজে বাধার সম্মুখীন হতে হচ্ছে উদ্ধারকারী দলকে। তারই মধ্যে যাত্রীদেরকে ওপরে তোলার চেষ্টা চলছে। (আরও পড়ুন: মোদীর পর স্মৃতি, আকাশবাণীতে আজ থেকে রেডিও শো-এর সূচনা করলেন মন্ত্রী)
আরও পড়ুন: কুকুরের কামড়ে প্রতি দাঁতের চিহ্নের জন্য ক্ষতিপূরণ ১০ হাজার! আর যদি রক্ত বের হয়…
এদিকে দোদায় পুলিশ কন্ট্রোলরুম থেকে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ‘একটি যাত্রীবাহী বাস কিশতওয়ার থেকে জম্মু যাওয়ার পথে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং দোদা জেলার অসসার এলাকার ত্রঙ্গলের কাছে খাদে পড়ে যায়। বাসটি ২৫০ মিটার গড়িয়ে নীচের অপর একটি একটি রাস্তায় পড়ে। অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।’ এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং একটু আগে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে লেখেন, ‘অসসার অঞ্চলে বাস দুর্ঘটনার খবর জানতে পেরেই সেখানকার জেলা শাসক হরবিন্দর সিংয়ের সাথে কথা বলেছি। দুর্ভাগ্যক্রমে ৫ জন মারা গিয়েছেন। আহতদের প্রয়োজন অনুযায়ী জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। আহতদের স্থানান্তরের জন্য হেলিকপ্টার সার্ভিসের ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। আমি অবিরাম যোগাযোগ রাখছি স্থানীয় প্রশাসনের সঙ্গে।’