পোশাক বদলের সময় মহিলাদের ভিডিয়ো রেকর্ডিং, ধৃত কলকাতার জিমের ইন্সট্রাক্টর

Advertisement

পোশাক বদলানোর সময় গোপনে তরুণীদের ভিডিয়ো করার অভিযোগ উঠল খাস কলকাতায় একটি জিম কর্তৃপক্ষের বিরুদ্ধে।পার্ক স্ট্রিটের একটি জিম কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযোগ পাওয়ার পরেই পুলিশ একজনকে গ্রেফতার করেছে। ঘটনায় জিমের মালিক পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

আরও পড়ুন: আমাকে শেষ করে দেবে!আমেরিকার জিমে ভারতীয় ছাত্রকে ছুরি দিয়ে আঘাত করে খুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক তরুণী পার্কস্ট্রিট থানায় এই অভিযোগ জানিয়েছিলেন। জিমটি পার্ক স্ট্রিট থানার অধীন রয়েড স্ট্রিটে অবস্থিত। কিছুদিন আগে ওই তরুণী জিমে ভর্তি হয়েছিলেন। জিমটি হল ইউনিসেক্স অর্থাৎ সেখানে ছেলে-মেয়ে উভয়ের শরীরচর্চা করার সুযোগ রয়েছে।জিমে ভর্তি হওয়ার পর তরুণী লক্ষ্য করেন জিমের ইন্সট্রাক্টর বিশ্বজিৎ দাস শরীরচর্চার সময় মহিলাদের গোপন অঙ্গ স্পর্শ করছেন। সে বিষয়টি নজরে আসে তরুণীর। এরপর তিনি অন্য এক তরুণীর কাছে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো দেখতে পান। জিমের মহিলাদের পোশাক বদলানোর দৃশ্য দেখা যায় তাতে। ভিডিয়োটি ইনস্টাগ্রামে আপলোড করা হয়েছিল।

 তরুণীর অভিযোগ, গোপনে চেঞ্জিং রুমে মোবাইল ক্যামেরা অন করে রাখা হত। এরপর কোনও মহিলা পোশাক বদলালে সেই ভিডিয়ো রেকর্ড হয়ে যেত। তারপর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হত বলে অভিযোগ তরুণীর। বিষয়টি জানার পর তিনি তীব্র প্রতিবাদ জানান। তখন বিশ্বজিৎ দাস এবং জিমের মালিক তার শ্লীলতাহানি  করার পাশাপাশি মারধর করে বলে অভিযোগ। ঘটনায় ওই মহিলা পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে জিমের ইন্সট্রাক্টর বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। তরুণীর অভিযোগ, তার পোশাক বদলের ভিডিয়ো রেকর্ডিং করার পাশাপাশি জিমের অন্যান্য মহিলাদের ভিডিয়ো এইভাবে রেকর্ডিং করা হত দিনের পর দিন। বিষয়টি খতিয়ে দেখছে পার্কস্ট্রিট থানার পুলিশ।

প্রসঙ্গত, বর্তমানে পুরুষ এবং মহিলাদের মধ্যে জিমের জনপ্রিয়তা বাড়ছে। কেউ শরীর ফিট রাখার জন্য আবার কেউ সুস্থ থাকার জন্য নিয়মিত জিমে যাচ্ছেন। যার ফলে দিনের পর দিন জিমের সংখ্যা বেড়ে চলেছে। সেই অবস্থায় এই ধরনের ঘটনায় জিমগুলিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রসঙ্গত, শহরে একাধিক ইউনিসেক্স জিম রয়েছে। সেখানে ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে মেয়েরাও জিমে যাচ্ছেন। কিন্তু সিংহভাগ জিমেই মহিলা ইনস্ট্রাকটর থাকছে না বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় জিমগুলিতে মহিলা ইন্সট্রাক্টর রাখার বিষয়টি জোরদার হচ্ছে।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।