Video: দেখুন আমায় বাড়িতে ঢুকতে দিচ্ছে না! রেমন্ড কর্তার স্ত্রীর বিস্ফোরক ভিডিয়ো

Advertisement

রেমন্ড কর্তা গৌতম সিংহানিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে নওয়াজ মোদী সিংহানিয়ার। গৌতম নিজেই জানিয়েছিলেন সেকথা। তবে তার মধ্য়েই একটি ভিডিয়ো সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, গৌতম সিংহানিয়ার বাড়িতে হাউজ পার্টির আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হয়নি নওয়াজকে। বাড়ির সামনে থাকা নিরাপত্তারক্ষীরা তাঁকে প্রবেশ করতে দেননি বলে খবর। বাড়ির সামনে বড় গেট বন্ধ করে রাখা হয়। এনিয়ে ভিডিয়ো করেন নওয়াজ। তিনি অভিযোগ করেন, চন্দ্রকান্ত নামে একজন স্টাফ গোটা টিমকে পরিচালনা করছেন। তিনি তাঁকে ঢুকতে দিচ্ছেন না।

তিনি নিজেই ওই ভিডিয়ো রেকর্ড করেছিলেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, এসব কিছুদিন ধরেই হচ্ছিল। কিন্তু আমি এসব নিয়ে এতদিন শান্ত ছিলাম।

 

এদিকে গৌতম ও তাঁর স্ত্রীর সম্পর্কের অবনতি গত কয়েক মাস ধরেই হচ্ছিল বলে খবর। এমনকী স্ত্রীর উপর তিনি চড়াও হয়েছিলেন বলেও অভিযোগ। তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয় বলেও খবর। এটা গত মাসের ঘটনা। তবে এনিয়ে কোনও পুলিশের কাছে অভিযোগ করা হয়নি।

এবার বাড়িতে ঢুকতে না দেওয়ার ভিডিয়ো সামনে এল। তবে ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। তবে ওই ভিডিয়োতে বলা হয়েছে পুরো পরিবেশটা দেখুন। আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

ধনকুবের গৌতম সিংহানিয়া। বয়স ৫৮। বিয়ে করেছিলেন নওয়াজ মোদীকে। তিনি সলিসিটর নাদির মোদীর কন্যা। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন তিনি। ১৯৯৯ সালে তাঁরা বিয়ে করেছিলেন। এরপর এতগুলো বছর একসঙ্গেই ছিলেন। তবে এবার তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নিলেন। তিনি হলেন রেমন্ডস লিমিটেডের এমডি ও চেয়ারম্যান।

তিনি জানিয়েছিলেন, আমাদের চারদিকে নানা গসিপ হচ্ছিল যারা করছিলেন তারা ঠিক আমাদের শুভকামনা করেন না।

আমি তার সঙ্গে বিচ্ছেদ করছি। কিন্তু আমাদের যে দুটি মূল্যবান রত্ন আছে নিহারিকা আর নিসা তাদের জন্য সবথেকে ভালো যেটা হয় সেটাই করব।

আমাদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করুন। সমস্ত সম্পর্কের ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত স্পেস দিন।এই সময় আপনাদের সকলের শুভেচ্ছা চাই গোটা পরিবারের জন্য।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।