দিওয়ালির ঘোর কাটতেই বক্স অফিসে ঝটকা খেলেন সলমন! ‘টাইগার ৩’ নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে। ১০০০ কোটিকে বেঞ্চমার্ক করে লড়াইয়ে নেমেছেন ভাইজান, তবে তৃতীয় দিনেই অশনি সংকেত। এক ঝটকায় ১৭ কোটি কমে গেল ছবির কালেকশন। যার জেরে চিন্তার ভাঁজ ভাইজান ভক্তদের। আরও পড়ুন-একটুর জন্য সেঞ্চুরি হল না! দ্বিতীয় দিন ‘জওয়ান’ শাহরুখকে হারিয়ে দিলেন ‘টাইগার’ সলমন, আয় কত?
রবিবার দিওয়ালিতে মুক্তি পেয়েছিল এই ছবি। দেশের বক্স অফিসে রবিবার ৪৪.৫ কোটি টাকার ব্যবসা করেছিল সলমন-ক্যাটরিনার ছবি। দ্বিতীয়দিনে লাফিয়ে বেড়েছিল সেই আয়। দেশজুড় ৫৭.৬২ কোটি টাকার টিকিট বিক্রি হয় এই ছবির। দু-দিনেই ১০০ কোটির গণ্ডি পার করে ফেলেন দাবাং খান। কিন্তু মঙ্গলবারে মাত্র ৪০ কোটির আশেপাশেই আটকে গেলেন সলমন।
বক্স অফিস থেকে প্রাপ্ত প্রাথমিক পরিসংখ্যান বলছে, মঙ্গলবার দেশজুড়ে কমবেশি ৪০ কোটির ব্যবসা করবে এই ছবি। যার জেরে তিনদিনে ডোমেক্সিট মার্কেটে ছবির আয় দাঁড়াবে ১৪০ কোটি। sacnilk.com-এর তথ্যানুসারে, তৃতীয় দিন সকালের শো-তে টাইগার ৩ দেখতে মাত্র ১৭% দর্শক হাজির ছিলেন, সন্ধ্যায় তা বেড়ে হয় ৪২%।
শুধু দেশের মার্কেটেই নয়, বিশ্ব বক্স অফিসের লড়াইয়েও শাহরুখের চেয়ে অনেকখানি পিছিয়ে সলমন। দ্বিতীয় দিন বিশ্ব বক্স অফিসে ছবির গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৯২ কোটি, যা দুর্দান্ত হলেও ‘জওয়ান’ বা ‘পাঠান’-এর তুলনায় অনেকটা কম। তৃতীয় দিনেও সেঞ্চুরি করা হবে না সলমনের, তা বলে প্রাথমিক পরিসংখ্যান।
তৃতীয় দিন বিশ্বজুড়ে ১৪৪.২২ কোটির ব্য়বসা হাঁকিয়েছিল শাহরুখের জওয়ান। একদিনের আয়ের নিরিখে এটাই কোনও বলিউড ছবির সবচেয়ে বেশি কামাই। অন্যদিকে যশ রাজের স্পাই ইউনিভারসের অপর খিলাড়ি পাঠানও দ্বিতীয় ও চতুর্থ দিনে বিশ্বজুড়ে সেঞ্চুরি হাঁকাতে সফল হয়েছিল। চলুন এক নজরে দেখা যাক বিশ্ব বাজারে একদিনের নিরিখে বলিউডের সেরা কালেকশন-
জওয়ান- ১৪৪.২২ কোটি (তৃতীয় দিনের আয়)
জওয়ান- ১৩৬.৬০ কোটি (চতুর্থ দিনের আয়)
পাঠান- ১১৬ কোটি (চতুর্থ দিনের আয়)
পাঠান- ১১২.৬০ কোটি (দ্বিতীয় দিনের আয়)
সুতরাং উপরের তালিকা স্পষ্ট বলছে, শাহরুখের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে অনেকটাই পিছিয়ে রয়েছেন সলমন।
টাইগার ৩-র সঙ্গে ৬ বছর পর অবিনাশ রাঠোর ওরফে ভারতীয় গুপ্তচর টাইগারের চরিত্রে ফিরেছেন সলমন। সঙ্গী ‘জোয়া’ ক্যাটরিনা। ভিলেনের ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি। পরিচালকের আসনে মণীশ শর্মা। টাইগার ফ্রাঞ্চাইসির তিন নম্বর ছবি এটি। আগামিদিনে টাইগার ৩ বক্স অফিস কেমন ফল করে, সেইদিকেই আপাতত নজর বি-টাউনের।