স্কুটারে চেপে নোনতা খাবার বিক্রি থেকে দেশের অন্যতম প্রভাবশালী ব্যক্তি, সেখান থেকে গোঁত্তা খেয়ে পতন – একটা সময় পুরো দেশকে নাড়িয়ে দেওয়া সেই সাহারা গ্রুপের চেয়ারম্যান সুব্রত রায় প্রয়াত হলেন। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সাহারা গ্রুপের চেয়ারম্যান। মঙ্গলবার মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৭৫। যিনি আর্থিক, আবাসন, মিডিয়া, পরিষেবা সংক্রান্ত-সহ বিভিন্ন ক্ষেত্রে সাহারার ‘সাম্রাজ্য’ তৈরি করেছিলেন। দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দলের স্পনসর ছিল সাহারা গ্রুপ। দল ছিল আইপিএলেও। পরিচিত ছিলেন ‘সাহারশ্রী’ নামে। কিন্তু পরবর্তীতে সেই সাম্রাজ্যের পতন ঘটে।
সাহারা ইন্ডিয়া পরিবারের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে সাহারা ইন্ডিয়া পরিবারের তরফে আমাদের মাননীয় সাহারশ্রী সুব্রত রায় সাহারার প্রয়াণের খবর জানানো হচ্ছে। সাহারশ্রীজি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক নেতা ছিলেন। তিনি অত্যন্ত দূরদর্শী ছিলেন। ২০২৩ সালের ১৪ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে।’ ওই বিবৃতিতে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সুব্রত। হাইপারটেনশন, ডায়াবিটিস, মেটাস্টিক ম্যালিগন্যান্সির (একধরনের ক্যানসার) মতো অসুস্থতার সঙ্গে লড়াই চলছিল। তার জেরে হৃদরোগে আক্রান্ত হন। মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন: Sahara Refund Portal Application: সাহারার টাকা ফেরত পেতে কীভাবে রিফান্ড পোর্টালে আবেদন করবেন? কী কী লাগবে?
(বিস্তারিত পরে আসছে)