Kanchan-Sreemoyee: ‘কাঞ্চনদা’র বাড়ির কালীপুজোয় শ্রীময়ী! নেটপাড়ার দাবি, ‘দাদা নয়, বলুন আমার সোনা’

Advertisement

শারদীয়ায় ছিলেন পাশাপাশি আর কালীপুজোতেও একফ্রেমে ধরা দিলেন কাঞ্চন-শ্রীময়ী। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের ফ্ল্যাটে গত বছর থেকেই কালীপুজো শুরু হয়েছে। আগে পৈতৃক ভিটেয় মায়ের পুজো হত, এখন কাঞ্চনের ফ্ল্যাটেই মহাসমারোহে কালীপুজো হচ্ছে।

গত বছর কাঞ্চনের বাড়ির পুজোর জিম্মা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন শ্রীময়ী। জোগাড় থেকে শুরু করে অল্পনা আঁকা, আপ্যায়ন, সবেতে রয়েছেন তিনি। এবারও তার অন্যথা হল না। কাঞ্চনের সঙ্গে ম্যাচিং করে পোশাকও পরলেন তাঁর ঘনিষ্ঠ বান্ধবী। এদিন শ্রীময়ীর লেখা মিলল লাল সুতোর কাজ করা সাদা বেগমপুরী তাঁতের শাড়িতে, আর কাঞ্চনের পরনে ঢাকাই কাজ করা লাল-সাদা পাঞ্জাবি আর ধুতি। কোনওরকম রাখঢাক না রেখে শ্রীময়ীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন কাঞ্চন নিজেই। 

গত কয়েকমাস ধরেই ইন্ডাস্ট্রিতে চর্চায় কাঞ্চন-শ্রীময়ীর প্রেম। তবে অভিনেত্রীর কথায়, কাঞ্চন তাঁর ‘মেন্টর’। নিজেদের সম্পর্ককে ‘বন্ধুত্ব’-এর নাম দিয়েছেন ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর সুধাময়ী। যদিও ঘনিষ্ঠমহল বলছে অন্য কথা। বিবাহিত বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে শ্রীময়ী চট্টরাজের প্রেমের জল্পনা শুরু বছর দুয়েক আগে। কিন্তু বিতর্ককে থোড়াই কেয়ার! ফের একসঙ্গে ধরা দিলেন দুজনে।

অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের ডিভোর্সের মামলা আদালতে বিচারাধীন। তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে। কিন্তু স্ত্রী বা পুত্রের সঙ্গে এখন যোগাযোগ নেই বললেই চলে! অন্যদিকে শ্রীময়ীর সঙ্গে ফিল্মি পার্টিতে এখন একফ্রেমে ধরা দেন কাঞ্চন। কিছুদিন আগে ‘রক্তবীজ’-এর সাক্সেস পার্টিতে একসাথে পাওয়া গলে তাঁদের। সেখানেও ম্যাচিং পোশাক। কাঞ্চন-শ্রীময়ীর এই মনের মিল দেখে নেটিজেনদের প্রশ্ন, আর লুকোছাপা কেন? এবার প্রেমের কথা স্বীকার করেই নিন না!

কাঞ্চনের বাড়ির কালীপুজোর ঝলক শেয়ার করে নিলেন শ্রীময়ীও। ক্যাপশনে লেখেন, ‘কাঞ্চনদা-র বাড়ির কালী পূজো’। এতেই আপত্তি নেটিজেনদের। একজন লেখেন, ‘ওটা কাঞ্চন দা নয় বলুন আমার সোনার বাড়ির কালীপূজা’। 

‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের খলনায়িকা হিসাবে শ্রীময়ীর জনপ্রিয়তা। এরপর নেটপাড়ায় আচমকাই রিল থেকে রিয়েল ভ্যাম্প হয়ে উঠেন শ্রীময়ী! যদিও ঘরভাঙানি তকমা নিয়ে আগেই প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী। 

শুরু থেকেই কাঞ্চনের সঙ্গে প্রেম সম্পর্কের কথা অস্বীকার করেছেন শ্রীময়ী। বলেছেন ‘কাঞ্চনদা’ তাঁর মেন্টর, গাউড। কিছুদিন আগেই নিজেদের এক দশক পুরোনো বন্ধুত্বের কাহিনি ফাঁস করে লিখেছিলেন, ‘২০১২-২০২৩,আমাদের বন্ধুত্বের ১১ বছর পূর্ণ হল আজ, আজ এই বিশেষ দিনে একটাই কথা বলতে চাই আমাদের এই বন্ধুত্বের সম্পর্কের বন্ধন যেন অটুট থাকে।’ তবুও দুজনের ‘প্রেম চর্চা’-যেন থামতে চায় না।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।