Bigg Boss 17: ‘বিগ বস’-এর ঘরে আগুন! ‘তুমি আমায় ইউজ করেছো’, বরকে বলেই দিলেন অঙ্কিতা

Advertisement

সলমন খানের রিয়্যালিটি শো-এর প্রতিটি পর্বে টানটান উত্তেজনা। উত্তেজিত হচ্ছেন সলমন নিজেও। বিগ বস প্রতি দিনই শোতে নতুন নতুন টুইস্ট আনতে থাকে, যার কারণে শোয়ের মশলা একেবারেই কমে না। শোতে বিগ বসকে প্রতিযোগীদের মধ্যে আগুন লাগাতেও দেখা যায় অনেক বার। আসন্ন পর্বগুলোতেও তেমনই কিছু ঘটতে যাচ্ছে। প্রোমো দেখে তেমনই আন্দাজ করেছেন অনেকে। আর এই আগুনের কেন্দ্রে এবার অঙ্কিতা লোখান্ডে আর তাঁর বর ভিকি জৈন। আসন্ন পর্বগুলিতে অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈনের মধ্যে মারাত্মক লড়াই হতে চলেছে এবং বিগ বস এই আগুনে ইন্ধন যোগ করেছে। প্রোমো দেখে এমনই আন্দাজ করছেন দর্শক।

বিগ বস ১৭-র একটি নতুন প্রোমো প্রকাশিত হয়েছে। তাতে অঙ্কিতার মেজাজ তুঙ্গে উঠতে দেখা যাচ্ছে। এটি ঘটে যখন বিগ বস ভিকি জৈনকে ‘দিমাগ কা ঘর’-এ স্থানান্তরিত করে দেয়। অন্যদিকে ‘দিল কা ঘর’-এ একাই রয়েছেন অঙ্কিতা। অঙ্কিতাকে তাঁর স্বামীর থেকে বিচ্ছেদের পর বিষণ্ণ দেখায়। বিগ বস এটি দেখে এবং আগুনে ঘৃতাহুতি করে। তাতেই যা তা কাণ্ড হয় এই রিয়্যালিটি শোয়ের ঘরে। 

কী হয়েছে সেখানে?

অঙ্কিতাকে দুঃখিত দেখে বিগ বস তাকে জিজ্ঞেস করে, কেন সে দুঃখিত। এখানেই শেষ নয়। বিগ বস বলে যে, তার স্বামী নতুন বাড়িতে চলে আসার পরে খুব খুশি হয়েছে এবং আনন্দে নাচছে। এতেই কি রেগে যান অঙ্কিতা? সে প্রশ্নের উত্তর অবশ্য এই প্রোমোতে পাওয়া যায়নি। কিন্তু এর পরে আরও অনেক কিছু দেখা গিয়েছে। আর সেটিই এখন আলোচনায়। কী ঘটেছে সেখানে?

এর পরে অঙ্কিতা ভিকির উপর রেগে যান। প্রোমোতে দেখা যায়, এই ঘটনার পরে ভিকি যান অঙ্কিতার কাছে। এবং তাঁকে বোঝানোর চেষ্টা করেন আসল ঘটনা। তবে অঙ্কিতা তাঁকে দূরে থাকতে বলেন। অঙ্কিতা বলেন, ‘এটা করো না, আমি তোমাকে মারব। চলে যাও, তুমি খুব স্বার্থপর আর বোকা। তোমার সঙ্গে থাকতে গিয়ে আমার ভাগ্য নষ্ট হয়ে গিয়েছে। এখন ভুলে যাও আমরা বিবাহিত। আজ থেকে তুমি আলাদা, আমি আলাদা। তুমি সব সময়ই এত খারাপ ছিলে।’ এর পরেই মারাত্মক কথা বলে দেন অঙ্কিতা। বলেন, ‘তুমি আমাকে ব্যবহার করেছো। দয়া করে এখান থেকে যাও।’

অঙ্কিতার এই কথা নিয়েই এখন আলোচনা সপ্তমে। অনেকেরই ধারণা, এটি অঙ্কিতা আর ভিকির মধ্যে ফাটল ধরার লক্ষণ। কেউ কেউ আবার আরও এক ধাপ এগিয়ে ভাবছেন, এর পরে না ওঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তবে গোটাটাই বোঝা যাবে, মূল পর্বটি সম্প্রচারিত হলে। 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।